Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ বছর নিষিদ্ধ বাংলাদেশের সাবেক কোচ স্ট্রিক


১৪ এপ্রিল ২০২১ ১৯:৫২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৯:৫৬

আট বছরের জন্য ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। দলের তথ্য পাচারের বহু অভিযোগ প্রমাণিত হওয়াতে নিষিদ্ধ করা হয়েছে তাকে।

বুধবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিককে নিষিদ্ধ করার বিষয়টি জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে জেনেও দুর্নীতি-দমন ধারা ভেঙে দলের ভেতরের তথ্য পাচার করেছেন স্ট্রিথ। জাতীয় দলের অধিনায়কসহ মোট চারজন ক্রিকেটারকে এমন একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন স্ট্রিক যিনি জুয়াড়ি হতে পারেন।

বিজ্ঞাপন

সরাসরি সিরিজ ও টুর্নামেন্টের কথাও উল্লেখ করেছে আইসিসি। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ২০১৮ সালে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল। সেই সিরিজ চলাকালে দলের তথ্য পাচার করার অভিযোগ প্রমাণিত হয়েছে স্ট্রিকের বিরুদ্ধে। এছাড়া জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ ও ২০১৮ সালের আইপিএল ও ২০১৮ সালের এপিএলেও তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথমে অস্বীকার করলেও পরে অপরাধ স্বীকার করে নিয়েছেন স্ট্রিক।

২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন স্ট্রিক বিভিন্ন সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন তিনি।

উল্লেখ্য, জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা পেসার মনে করা হয় তাকে। ৬৫ টেস্টে ২১৬ উইকেট নিয়েছেন তিনি, যেখানে দেশটির অন্য কোনো বোলার ৮০’র বেশি টেস্ট উইকেট নিতে পারেননি। ১৮৯ ওয়ানডেতে স্ট্রিকের উইকেট ২৩৯টি। জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে অন্য কোনো বোলার দেড়শ উইকেটের মুখ দেখেননি। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন স্ট্রিক।

বিজ্ঞাপন

আইসিসি জিম্বাবুয়ে ক্রিকেট হিথ স্ট্রিক