Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলির সিংহাসনে বাবর


১৪ এপ্রিল ২০২১ ১৫:৪৯

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানকে অনেকটা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন বিরাট কোহলি। বাবর আজমের দ্বারা কোহলির সিংহাসনের পতন হলো আজ। ভারতীয় তারকাকে হটিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে বসেছেন বাবর। এর আগে দীর্ঘ ১২৫৮ দিন ধরে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ছিলেন কোহলি।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে ওয়ানডে ফরম্যাটের সর্বশেষ র‍্যাংকিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তাতে ব্যাটিং ক্যাটাগরিতে সবার ওপরে বাবরের নাম।

বিজ্ঞাপন

সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজটা দারুণ কেটেছে বাবরের। তিন ম্যাচে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৭৬ গড়ে ২২৮ রান করেছেন পাকিস্তানি অধিনায়ক। যাতে র‍্যাংকিংয়ের মূল্যবান ২৮টি রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি। এতেই পিছিয়ে পড়লেন কোহলি। শীর্ষে থাকা বাবর এখন কোহলির চেয়ে ৮ রেটিং পয়েন্টে এগিয়ে। বাবরের ৮৬৫, আর কোহলির ৮৫৭।

জহির আব্বাস, জাভেদ মিঁয়াদাদ ও মোহাম্মদ ইউসুফের পর তৃতীয় পাকিস্তানি হিসেবে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হলেন বাবর। পাকিস্তানের তরুণ তারকা টেস্ট র‍্যাংকিংয়ে পঞ্চম ও টি-টোয়েন্টিতে তিন নম্বরে আছেন।

রেটিং বেড়েছে ফখর আজম, মোহাম্মদ নওয়াজ ও শাহিন শাহ আফ্রিদিরও। দক্ষিণ আফ্রিকা সিরিজে জোড়া সেঞ্চুরি করা ফখর তিন ম্যাচে ৩০২ রান করেছেন। যাতে পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা সাত নম্বর অবস্থানে উঠে বসেছেন তিনি। এছাড়া বোলিংয়ে চার ধাপ এগিয়ে ১১তম অবস্থানে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি।

উল্লেখ্য বাবর, ফখর, আফ্রিদিদের দারুণ পারফরম্যান্সে কদিন আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

আইসিসি বাবর আজম বিরাট কোহলি

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর