Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোর্তোর কাছে হেরেও সেমিতে চেলসি

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২১ ০২:৫৮ | আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ০৩:৩১

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছিল চেলসি। ফিরতি লেগে স্পেনের সেভিয়াতে পোর্তোর কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেও শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট কেটেছে লন্ডনের ক্লাবটি।

করোনাভাইরাস মহামারির কারণে পর্তুগালের কঠোর নিয়মনীতির কারণে ঘরের মাঠে ম্যাচ খেলতে পারেনি পোর্তো। আর তাই তো স্পেনের সেভিয়াতে দুই দলই খেলেছে কোয়ার্টার ফাইনালের দুই লেগ।

বিজ্ঞাপন

পড়ুন: দ্বিতীয় লেগে বায়ার্নের কাছে হেরেও সেমিফাইনালে পিএসজি

স্পেনের সেভিয়াতে ম্যাচের শুরুইন পিছিয়ে পড়তে পারত চেলসি। ১১তম মিনিটে অ্যান্তোনিও রুডিগার গোলরক্ষক মেন্ডিকে উদ্দেশ্য করে বল বাড়ান তবে বলটি ধরে ফেলেন পোর্তোর ফরোয়ার্ড করোনা। আর বিপদ বুঝতে পেরে মধ্যমাঠ থেকে নিচে নেমে করোনার শট রুখে দেন জর্জিনহো। তবে এরপরেই নিজেদের ফিরে পেতে শুরু করে অল ব্লুজরা।

ম্যাচের ৩৩তম মিনিটের মাথায় আরও একটি সুযোগ পায় পোর্তোর ফরোয়ার্ড করোনা। তবে চেলসি গোলরক্ষকের সঙ্গে ওয়ান-অন-ওয়ানে শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেননি। এভাবেই গোলশূন্যতে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে চেলসি। ম্যাচের ৫৪তম মিনিটে চিলওয়েলের দুর্দান্ত এক ক্রস ডি বক্সের ভেতর পেয়েও তা জালে জড়াতে পারেননি ক্রিশ্চিয়ান পুলিসিচ। এর মাত্র তিন মিনিট পরে মেসন মাউন্টের দুর্দান্ত এক শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়।

ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচ আরও একটি সহজ সুযোগ পান। তবে পোর্তোর গোলরক্ষকের প্রচেষ্টায় ব্যর্থ হন তিনি। এর মিনিট খানেক পরে নানুর অ্যাসিস্ট থেকে গোল করেন মেহদি তারেমি। তার ওই একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পোর্তো। তবে প্রথম লেগে ২-০ গোলের ব্যবধানে হারের কারণে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে হেরে কোয়ার্টার থেকে বিদায় নিতে হয় এফসি পোর্তোকে।

বিজ্ঞাপন

আর দ্বিতীয় লেগে হেরেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত হলো চেলসির।

সারাবাংলা/এসএস

২০২০/২১ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল চেলসি বনাম পোর্তো টপ নিউজ দ্বিতীয় লেগ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর