Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকেকে আলবা বললেন কোপা দেল রে’ও অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২১ ১৫:৩৩

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল’তে পিএসজির কাছে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। এবার এল ক্লাসিকোতে হেরে স্প্যানিশ লা লিগার দৌড়েও পিছিয়ে পড়েছে। সামনে আছে কোপা দেল রে’র শিরোপা জয়ের হাতছানি। তবে এই শিরোপা জয়ের ব্যাপারেও খুব বেশি আশাবাদী হতে দেখা যাচ্ছে না খোদ বার্সেলোনার খেলোয়াড়কেই।

আগামি ১৭ এপ্রিল অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগেই রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে এল ক্লাসিকো ২-১ গোলের ব্যবধানে হেরে লিগ জয়ের দৌড়ে পিছিয়ে পড়েছে লিওনেল মেসিরা।

বিজ্ঞাপন

এদিন বার্সেলোনার একমাত্র গোলে অবদান রাখা জর্দি আলবা ম্যাচ শেষে পিকেকে উদ্দেশ্য করে বলেছেন তারা নাকি কোপা দেল রেও জিতবে কিনা জানেন না তিনি।

ক্লাসিকো হারের পরের বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে সব খেলোয়াড়দের জড় করে এক সঙ্গে ড্রেসিংরুমের দিকে হাটছিলেন। ওই সময় পিকে বলেন চিন্তা করো না আমরা কোপা দেল রে জিতব। সেই সময়ই আলবা বলেন আমি জানি না আসলে আমরা জিতব কিনা।

তাদের দুইজনের মধ্যকার এই কথোপকথন ধরা পড়েছে দেপোর্তস কুয়াত্রোর ক্যামেরাতে। দুইজনের মধ্যবর্তী কথোপকথন-

পিকে: কোনো দুঃশ্চিন্তা করো না, আমরা কোপা দেল রে জিতব। আমরা অবশ্যই কোপা দেল রে জিতব।

আলবা: আমি জানি না, আসলেই আমরা জিতব কিনা।

পিকে: কি?

আলবা: আমি জানি না!

সারাবাংলা/এসএস

কোপা দেল রে জর্দি আলবা জেরার্ড পিকে বার্সেলোনা শিরোপা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর