Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলিংয়ে রাজস্থান, একাদশে মোস্তাফিজ


১২ এপ্রিল ২০২১ ২০:০৩

পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছে রাজস্থান রয়্যালস। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আজ প্রথম ম্যাচের একাদশ সাজিয়েছে রাজস্থান।

সোমবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আজ প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। অর্থাৎ ম্যাচের প্রথম ইনিংসেই মোস্তাফিজকে দেখা যাবে বোলিং করতে।

কোয়ারেন্টাইন ইস্যুতে মোস্তাফিজ আজকের ম্যাচ খেলতে পারবেন না, তেমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু ওদিকে দলের তারকা পেসার জোফরা আর্চার ইনজুরির কারণে বাইরে বলে একাদশে মোস্তাফিজকে ডাকতে হয়তো বাধ্য হলো রাজস্থান।

রাজস্থান রয়্যালস: জস বাটলার, মনন ভোহরা, বেন স্টোকস, সুঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, শিভম দুবে, রাহুল তিওয়াতিয়া, ক্রিস মরিচ, শ্রেয়াস গোপাল, চেতান সাকারিয়া ও মোস্তাফিজুর রহমান।

পাঞ্জাব কিংস: লোকেশ রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দ্বীপক হুদা, শাহরুখ খান, ঝাই রিচার্ডসন, এম অশ্বিন, রিলে মেরিডিথ, মোহাম্মদ সিরাজ ও আরশদীপ সিং।

পাঞ্জাব কিংস মোস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালস

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর