লঙ্কাজয়ে জিততে হবে প্রতিটি সেশন
১১ এপ্রিল ২০২১ ১৬:৫৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৬:৫৯
দু’একটি সেশনে ভালো খেলে হাত গুটিয়ে বসে থাকলে লঙ্কাজয় হবে না। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারাতে পাঁচ দিনে পনেরটি সেশনের সবক’টিতেই জিততে হবে বলে মনে করেন বাংলাদেশ দলের টেস্ট দলপতি মুমিনুল হক।
রঙিন পোশাকের ক্রিকেটে টিম বাংলাদেশের কিছুটা ধারাবহিক সাফল্য চোখে পড়লেও সাদা পোষাকে তা নেই বললেই চলে। ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে জয়টি বাদ দিলে এই ফর্মেটে টাইগাররা সবশেষ কবে জিতেছে জানতে পরিসংখ্যান ঘাটতে হবে। কেননা সংখ্যাটি এত কম কেউ সহসা মনে করতে হলে হতে হবে গলদঘর্ম।
দেশর বাইরের কথা তো বলাই বাহুল্য! ২০১৭ সালে এই শ্রীলঙ্কা সফরেই শততম টেস্ট জয়ের সোনালি সাফল্য ঘরে তুলেছিল লাল সবুজের যোদ্ধারা। এরপর থেকে আটকে গেছে হারের দুষ্টুচক্রে। না জয়ের মুখ দেখছে, না দেশের বাইরে। সময়ের পরিক্রমায় আবারও সেই সুখস্মৃতির লঙ্কায় যাচ্ছে টাইগাররা। এবার কী হবে? সোনার হরিণ হয়ে উঠা জয় ধরা দিবে তো? তাছাড়া তাকে ধরতে চাইলেই বা কী করতে হবে? বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল বললেন, লঙ্কাবধে তার প্রতিটি সেশনেই জয় চাই। তা না হলে এবারও হবে না।
তার মুখেই শুনুন, ‘আপনাদের কাছে যদি মনে হয় জয় যদি দুরের ব্যাপার …… আমি যদি বলি আমরা ওইভাবে ফুল এফোর্ট দিয়ে খেলতে পারি। দেখেন ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। বর্তমান দিনে আমরা যে পাঁচ দিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কিভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্র’ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে রোববার (১১ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে প্রতিটি সেশনেই জয়! সে তো চারটেখানি কথা নয়। কঠিন এই বাস্তবতা মুমিনুল জানেন এবং মানেছেনও। সেকারণেই সম্ভবত কাজটি ভীষণ চ্যালেঞ্জিং হবে বলেই মত তার।
‘আপনারা সব সময়ই জানেন শ্রীলঙ্কা কিন্তু দেশের মাটিতে খুবই ভালো দল। জিনিসটা আমাদের জন্য সহজ হবে না অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এখন যে অবস্থানে দাঁড়িয়ে আছি এখান থেকে বের হতে ওই চ্যালেঞ্জটাকে নিতে হবে। আর এই চ্যালেঞ্জটা পার করে টেস্ট দলের একটা ভালো রেজাল্ট করতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ১২ এপ্রিল (সোমবার) দুপুরে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে ১৫-১৬ এপ্রিল কোয়ারেন্টাইনকালীন অনুশীলনে ঘাম ঝড়াবে অতিথিরা। ১৭-১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ ও ২০ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজপূর্ব অনুশীলন করবে ডমিঙ্গো শিষ্যরা।
একই ভেন্যুতে ২১-২৫ এপ্রিল গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ও ২৯ এপ্রিল-৩ মে অুনষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্ট।
টপ নিউজ বাংলাদেশ টেস্ট দল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ মুমিনুল হক