Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে মাঠে নামছে কলকাতা, সাকিব থাকছেন তো?


১১ এপ্রিল ২০২১ ১৪:০০ | আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৪:০৬

ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ন টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হয়েছে দুদিন হলো। তবে বাংলাদেশে আইপিএলের তেজ বুঝা যাবে হয়তো আজ থেকে! বাংলাদেশ থেকে এবার দুজন ক্রিকেটার আইপিএলে খেলতে গেছেন। কলকাতা নাইট রাইডার্সের শিবিরে আছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান আছেন রাজস্থান রয়্যালসে। সাকিবের কলকাতা মাঠে নামছে আজ রাতে।

বাংলাদেশ সময় রাত ৮টায় সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কলকাতা। প্রশ্ন হচ্ছে কলকাতা তো নামছে, কিন্তু সাকিব নামছেন তো?

বিজ্ঞাপন

কলকাতায় বিদেশিদের এবার শক্ত মজুত। ইয়ান মর্গান, প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, টম সেইফার্ট, বেন কাটিংয়ের মতো ক্রিকেটার আছেন কলকাতার একাদশে। এদের মধ্যে চারজন ক্রিকেটার খেলবেন সেরা একাদশে। এই চারজনের একজন হতে পারবেন সাকিব?

এই চার জনের দুইজন যে মর্গান আর কামিন্স হবেন তা মোটামুটি নিশ্চিতই। মর্গান কলকাতার নেতৃত্বেই আছেন। আর প্যাট কামিন্সকে উপেক্ষা করার সুযোগ কমই। আন্দ্রে রাসেলের সাম্প্রতিক ফর্ম ভালো না গেলেও তাকে প্রথম দিকে নিশ্চয় বাজিয়ে দেখতে চাইবে কলকাতা। বাকি জায়গায় সুনীল নারিনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে সাকিবের। অবশ্য ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, এই জায়গায় নারিনের চেয়ে সাকিবই আপাতত এগিয়ে।

ওপেনিংয়ে সুনীল নারিনের পিঞ্চ হিটিং আর কাজে লাগছে না। ক্যারিবিয়ান ক্রিকেটার যে পেস বোলিংয়ের সামনে পা কাঁপাকাঁপি অবস্থা সেটা বুঝে গেছে প্রতিপক্ষ। কয়েকবার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়া নারিনের বোলিংটাও ভালো হচ্ছে না অনেকদিন ধরে। গত আইপিএলে পুরো টুর্নামেন্ট জুড়ে পেয়েছিলেন মাত্র পাঁচ উইকেট। সেই জায়গায় ফর্মে থাকা অভিজ্ঞ সাকিবকে এগিয়ে রাখছেন অনেকে।

বিজ্ঞাপন

ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে কলকাতার একাদশে ব্যাটিংয়ে তিনে সাকিবকে দেখছেন নিয়মিত। আকাশ চোপড়াও কলকাতার একাদশে সাকিবকে রাখার কথা বলেছেন। ম্যাচের আগে একই ইঙ্গিত দিয়েছেন কলকাতার অধিনায়ক ইয়ান মর্গানও।

চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সাকিব প্রসঙ্গে মর্গান বলেছেন, ‘আইপিএলে ভারতের বিভিন্ন শহরে খেলা হবে। সব মাঠের চরিত্র এক নয়। পরিবেশও এক নয়। সাকিব দলে আসায় বৈচিত্র্য বেড়েছে। আন্তর্জাতিক স্তরে তো বটেই, আইপিএলেও অনেক দুর্দান্ত পারফরম্যান্স আছে তার। সাকিবের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। আশা করি, নিরাশ হব না।’

কলকাতা অধিনায়ক বলেন, ‘আইপিএল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট। এ ধরনের টুর্নামেন্টে নির্দিষ্ট আচরণের ক্রিকেটার খুব প্রয়োজন। এমন ক্রিকেটার প্রয়োজন, যারা প্রতিটি ম্যাচেই প্রায় একই ধরনের খেলা খেলেন। সাকিব আল হাসান কিংবা সুনীল নারাইন সে ধরনেরই চরিত্র। দল বিপদে পড়লে কোনো দ্বিধা ছাড়াই তাদের হাতে বল তুলে দেওয়া যায়।’

সাকিবও বার্তা দিয়েছেন তিনি প্রস্তুত। দুদিন আগে প্রস্তুতি ম্যাচে বল হাতে ৪ ওভার বোলিং করে মাত্র ৮ রান খরচায় দু্ই উইকেট নিয়েছেন বাংলাদেশি তারকা। ব্যাট হাতে খেলেছিলেন ১০ বলে ১৭ রানের কার্যকারী এক ইনিংস। দারুণ একটা রান আউটও করেছিলেন। এখন দেখার বিষয়, মাঠে নামার আগে কলকাতার টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়।

আইপিএল কলকাতা নাইট রাইডার্স সাকিব আল হাসান

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর