Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ জনের লিডসে পরাভূত সিটি


১০ এপ্রিল ২০২১ ২১:৪৫ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২১:৫১

দুদিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দারুণ একটা জয় পাওয়া ম্যানচেস্টার সিটি আত্মবিশ্বাসীই ছিল। তাছাড়া ঘরের মাঠে কাঙ্খিত জয়টা পেলে লিগ শিরোপা পূনরুদ্ধারে আরেকটু এগিয়ে যাওয়ার প্রেরণাও ছিল। তবে এসবকে পাশ কাটিয়ে অনাকাঙ্খিত বিস্ময় উপহার দিল পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে ১০ জনের লিডস ইউনাইটেডের বিপক্ষে আজ হেরেছে ম্যানচেস্টার সিটি।

ইতহাদে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশ জন নিয়ে খেলা লিডস আজ সিটিকে ২-১ গোলে হারিয়েছে। প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের দশ নম্বরে থাকা লিডস গার্দিওলার দলকে ঘরের মাঠে এভাবে ভড়কে দিবে সেটা হয়তো কেউই আন্দাজ করেনি।

বিজ্ঞাপন

মাঠের ফুটবলে অবশ্য দাপুটেই ছিল গার্দিওলার ছাত্ররা। প্রথমার্ধেই ১১টি শট নিয়েছে সিটি। পুরো ম্যাচে মোট ২৯টি শট নিয়েছে দলটি, কিন্তু গোল পেয়েছে মাত্র একটা। অপর দিকে লিডস দুই শট নিয়ে গোল আদায় করেছে দুটিতেই। ২০তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের শট সহজেই ফেরান গোলরক্ষক। ৩৯ মিনিটে সুবিধাজনক স্থানে বল পেয়েও বাইরে মেরে দেন ইংলিশ তারকা।

গোল কীভাবে করতে হয় এর দুই মিনিট পরই দেখিয়ে দেয় লিডস। নিজের প্রথম শটেই গোল আদায় করে নেয় সফরকারী দলটি। নিচু শটে গোল করেন স্টুয়ার্ট ডালাস। একটু পরেই বড় ধাক্কাটা খায় লিডস। গ্যাব্রিয়েল জেসুসকে ফাইল করে লাল কার্ড দেখেন লিডসের ডিফেন্ডার লিয়াম কুপার।

দশ জনের পরিনত হওয়া লিডসকে দ্বিতীয়ার্ধে আরও চেপে ধরে সিটি। কিন্তু সহজ সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতায় গোল পাচ্ছিল না দলটি। অবশেষে ৭৫তম মিনিটে বের্নার্দো সিলভার পাস ধরে দারুণ এক শটে সিটিকে সমতায় ফেরান ফেররান তেরেস। এরপর ক্রমাগত আক্রমণ করেও গোল আদায় করতে পারেনি সিটি।

বিজ্ঞাপন

উল্টো ম্যাচের শেষ দিকে দশ জনের লিডসের পক্ষে গোল করেন ডালাস। মাঝমাঠ থেকে সতীর্থের পাঠানো বল ধরে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। যাতে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।

এই হারে শীর্ষে থাকা সিটির পয়েন্ট হলো ৩২ ম্যাচে ৭৪। লিগ শিরোপা পুনরুদ্ধার করতে হয়ে বাকি ছয় ম্যাচে ১১ পয়েন্ট দরকার গার্দিওলার দলের।

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর