করোনা পজিটিভ আকরাম খান
১০ এপ্রিল ২০২১ ১১:৩৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৩:২৩
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির প্রধান আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত। শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষা করেন সাবেক এই ক্রিকেটার। এরপর গতকাল সেই পরীক্ষার ফলাফলে কোভিড-১৯ পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন।
গতকাল শুক্রবার (৯ এপ্রিল) নমুনা পরীক্ষার জন্য প্রদান করেন। পরবর্তীতে তার ফলাফল আসে পজিটিভ। এ ব্যাপারটি আকরমা নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আকরাম বলেন, ‘আমি করোনা আক্রান্ত হয়েছি। করোনা পরীক্ষার পর গতকাল নমুনা দিয়েছিলাম আর গতকালই রিপোর্ট হাতে পেয়েছি। আমার শরীরের অবস্থা এখন ভালো। তবে ঠান্ডা ও গলা ব্যথা আছে। আর নিজ বাসাতেই আইসোলেশনে আছি।’
সারাবাংলা/এমআরএফ/এসএস
আকরাম খান করোনা পজিটিভ কোভিড-১৯ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)