Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিদানের প্রত্যাশা মেসি যেন থাকেন বার্সাতেই

স্পোর্টস ডেস্ক
৯ এপ্রিল ২০২১ ১৮:৩৪

আগামীকাল রাতে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মাঠে গড়াবে। ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা নির্ধারণের ক্ষেত্রে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। এদিকে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদের শেষ সময়ে আছেন লিওনেল মেসি। আর যদি কাতালান ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষর না করেন মেসি তবে এটিই হতে যাচ্ছে তার শেষ এল ক্লাসিকো।

এল ক্লাসিকোর ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় লিওনেল মেসি। রিয়ালের বিপক্ষে একটি হ্যাটট্রিকের সঙ্গে ৪৪ ম্যাচ খেলে নামের পাশে আছে ২৬টি গোল। যদিও ২০১৭/১৮ মৌসুমের পর থেকে এখন পর্যন্ত এল ক্লাসিকোতে জালের দেখা পাননি মেসি।

বিজ্ঞাপন

অতীতে অনেক ক্লাসিকোই মেসি একা হাতেই ধসিয়ে দিয়েছেন রিয়ালের রক্ষণকে। ছিনিয়ে নিয়ে গেছেন ক্লাসিকোর মুকুট। এতকিছুর পরেও রিয়াল কোচ জিনেদিন জিদান চান মেসি যেন বার্সা না ছাড়েন। তিনি যেন বার্সাতেই থাকেন।

এল ক্লাসিকোর আগে সংবাদসম্মেলনে জিদান বলেন, ‘আমি চাই না এটা মেসির শেষ এল ক্লাসিকো হোক। তাকে খেলতে দাও, তাকে বার্সেলোনায় থাকতে দাও। সে সেখানে ভালো আছে। এটা লা লিগার জন্যও অনেক ভালো যদি সে এখানে থাকে।’

‘আমরা জানি মেসি কেমন খেলোয়াড়। সে যেকোনো সময় গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা বার্সেলোনার বিপক্ষে খেলে নামছি। নিজেদের সেরাটা দিয়েই তাদের আটকানোর চেষ্টা করতে হবে।’-যোগ করেন জিদান।

চলতি মৌসুমেও লা লিগার শিরোপার দৌড়ে আছে দুই দলই। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা আর ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী রিয়াল। শিরোপা নির্ধারণের জন্য সামনে এখনও ৯টি ম্যাচ রয়েছে, যার মধ্যে রয়েছে এল ক্লাসিকোও। শনিবার এল ক্লাসিকোতে রিয়ালের ঘরের মাঠে আতিথ্য নেবে বার্সেলোনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

এল ক্লাসিকো জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর