শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের প্রাথমিক দল ঘোষণা
৯ এপ্রিল ২০২১ ১৪:৩৭ | আপডেট: ৯ এপ্রিল ২০২১ ১৮:২৩
শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট সামনে রেখে ২১ সদস্যের প্রাথমিক টাইগার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দলে তিন নতুন মুখ। তারা হলেন; শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম। আর ফিরেছেন শুভাগত হোম চৌধুরী।
লাল-সবুজের হয়ে শুভাগত হোম সব শেষ টেস্ট খেলেছিলেন ২০১৬ সালে সফরকারি ইংল্যান্ডের বিপক্ষে।
শুক্রবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে লঙ্কা সফরের দল ঘোষণা করে টাইগার ক্রিকেট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বিবৃতি দিয়ে জানান হয়েছে, ‘আমরা এজন্যই প্রাথমিক দলকে শ্রীলঙ্কা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে করে ওখানে তারা আমাদের প্রস্তুতিতে সাহায্য করতে পারে এবং দীর্ঘ পরিসরের ক্রিকেটে যারা আমাদের ভবিষ্যতের ভাবনায় আছে তারাও নিজেদের প্রমাণের সুযোগ পান। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের পরে মূল স্কোয়াড ঘোষিত হবে।’
তিন তরুণ পেসার শরিফুল, শহিদুল ও মুগ্ধ’র অন্তর্ভুক্তির কারণ ব্যাখ্যায় নান্নু বলেন, ‘ওরা তিনজনই আমাদের এইচপি (হাই পারফরম্যান্সে) সেটআপে ছিল এবং যে ফরম্যাটেই খেলেছে আমাদের সন্তুষ্ট করতে পেরেছে। বিশেষ করে মুকিদুল ইসলাম মুগ্ধ ও শহিদুল ইসলাম এবারের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে আমাদের নজর কেড়ে ভবিষ্যত টেস্ট প্লেয়ার হিসেবে নিজেদের প্রমাণ করেছে।’
আর লম্বা বিরতিতে দলে ফেরা শুভাগত হোম সম্বন্ধে জানাতে গিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘শুভাগত কিছুটা বিরতির পরে ফিরেছে কিন্তু সে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছে। আমরা তাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই বিবেচনা করেছি, তবে ওর অফ স্পিন আমাদের স্পিনিং বিভাগকে আরও বেশি সমৃদ্ধ করবে।’
২১ সদস্যের বাংলাদেশ দলে যারা আছেন: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ, নুরুল হাসান সোহান, শহিদুল ইসলাম এবং শুভাগত হোম।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে চলতি মাসের ১২ তারিখে দেশ ছাড়বে লাল সবুজের দল। শ্রীলঙ্কা পৌঁছে তিন দিনের কোয়ারেনটাইন শেষে ১৫-১৬ এপ্রিল কোয়ারেনটাইনকালীন অনুশীলনে ঘাম ঝরাবে অতিথিরা। ১৭-১৮ এপ্রিল অুনষ্ঠিত হবে নিজেদের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। এরপর ১৯ ও ২০ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজপূর্ব অনুশীলন করবে ডমিঙ্গো শিষ্যরা।
একই ভেন্যুতে ২১-২৫ এপ্রিল গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ও২৯ এপ্রিল-৩ মে অুনষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্ট।
সারাবাংলা/এমআরএফ/এসএস
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ জাতীয় করিকে দল বাংলাদেশ দল ঘোষণা শ্রীলংকা সিরিজের দল ঘোষণা