Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত বিসিবির প্রধান পিচ কিউরেটর


৮ এপ্রিল ২০২১ ১৯:৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। এই মুহূর্তে বাংলাদেশে অবস্থানরত গামিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন, ‘হ্যাঁ, গামিনি করোনা পজেটিভ। বাসাতেই বিশ্রাম নিচ্ছেন তিনি, ভালোই আছে। তেমন কোনো শারিরীক সমস্যা নেই। আপাতত গামিনির জায়গায় দায়িত্ব পালন করছেন আমাদের সিনিয়র কিউরেটর আব্দুল মতিন।’

বিজ্ঞাপন

ছুটি কাটাতে দেশে যাওয়ার কথা ছিল শ্রীলঙ্কান এই পিচ কিউরেটরের। মূলত সেই কারণেই করোনা পরীক্ষা করিয়েছিলেন। সেখানেই জানতে পারেন, করোনা বাসা বেঁধেছে তার শরীরে। ফলে আপাতত আর ছুটি কাটাতে দেশে যাওয়া হচ্ছে না গামিনির।

করোনাভাইরাস গামিনি ডি সিলভা বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর