Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যান্ডবলে আনসারের স্বর্ণজয়


৮ এপ্রিল ২০২১ ১৮:৩৫

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। ফাইনালে আজ বাংলাদেশ পুলিশকে বড় ব্যবধানে হারিয়ে সেরা হয়েছে আনসার। এদিকে, তৃতীয়স্থান অর্থাৎ ব্রোঞ্জের লড়াইয়ে জয় পেয়েছে নওগা জেলা ক্রীড়া সংস্থা।

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ পুলিশকে ৪২-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। দু’দলের প্রথমার্ধের লড়াইয়ে ২২-৭ ব্যবধানে এগিয়ে ছিল আনসার।

বিজ্ঞাপন

আনসারের হয়ে সর্বোচ্চ ৮ গোল করেন খাদিজা আক্তার। অন্য দিকে পুলিশের ২০ গোলের ১০টিই করেছেন রুবিনা বেগম।

একই ভেন্যুতে ব্রোঞ্জের লড়াইয়ে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২৬-১৬ গোলে হারিয়েছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। ফাইনাল শেষে বিজয়ীদের পদক তুলে দেন বিওএ সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরও।

স্বর্ণজয়ী বাংলাদেশ বাংলাদেশ আনসারের কোচ নাসিরউল্লাহ লাভলু বলেন, ‘নারী হ্যান্ডবলে আনসার বরাবরই ভালো। নিশ্চিত ছিলাম আমরাই স্বর্ণ জিতব। কারণ আমার দলে তরুণ কিছু খেলোয়াড় ছিল, যারা আমাকে এই আত্মবিশ্বাস দিয়েছে। প্রতিটি আসরের আগে আমরা দুই থেকে তিন মাসের প্রস্তুতি নেই। কিন্তু করোনার কারণে এবার সেটা সম্ভব হয়নি। তারপরও বলব, অন্যদের চেয়ে আমরা ভালো প্রস্তুতি নিয়ে খেলতে এসেছি।’

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস বাংলাদেশ আনসার হ্যান্ডবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর