Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহিদ আহসান রাসেলকে বিসিবি’র অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২১ ১৭:১৩

ডি-৮ যুব ফোরামের নব নির্বাচিত চেয়ারম্যান হওয়ায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

ডি-৮ বা ‘ডেভেলপিং এইট’ মূলত একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা। যার সদস্য বাংলাদেশ, মিশর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া,পাকিস্তান ও তরুস্কের মতো মুসলিম রাষ্ট্রসমূহ।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানায় টাইগার ক্রিকেট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বিসিবি আশা প্রকাশ করেছে যে, ডি-৮ দেশগুলোর মধ্যে ইতিবাচক উন্নয়নের ধারা অব্যাহত রেখে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবেন।

বুধবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ডি-৮ যুব ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাহিদ আহসান রাসেল।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাহিদ আহসান রাসেল ডি-৮ যুব ফোরাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর