লঙ্কা সিরিজের প্রস্তুতিতে নেমে পড়েছেন টাইগাররা
৮ এপ্রিল ২০২১ ১৬:৫৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২১ ১৬:৫৬
প্রাথমিক দল এখনও ঘোষিত হয়নি। এদিকে সিরিজ খেলতে দেশ ছাড়তে হবে তিন দিন বাদেই। সেকারণেই হয়তো ঘরে বসে থাকাটা সঙ্গত করেননি বাংলাদেশের টেস্ট দলের সদস্যরা। নেমে পড়লেন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনের অনুশীলনের শুরুটা করেছেন মুশফিকুর রহিম। সকাল ১০টা নাগাদ হোম অব ক্রিকেটে এসে আগে ব্যাটিং অনুশীলন করেছেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে। সেখানে থ্রোয়ারদের বিপক্ষে করেছেন নক। এরপর চলে গেছেন ইনডোরের নেটে।
আরও পড়ুন: লঙ্কা সফরে ২১ সদস্যের প্রাথমিক স্কোয়াড
মুশফিকুর রহিমের পর একে একে এসেছেন; টেস্ট দলপতি মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাইম হাসান।
মুমিনুল হক শুধুই সেন্টার উইকেটে ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিয়েছেন। তবে সাদমান ইসলাম অনিক সেন্টার উইকেটের পাশাপাশি শের-ই-বাংলার ইনডোরের নেটেও প্রস্তুতি সেরেছেন। তাদের অনুরুপ ব্যাটিং প্রস্তুতি সেরেছেন মোহাম্মদ মিঠুনও।
এদিকে পড়ন্ত দুপুরে ব্যাটসম্যানদেরও বোলিং অনুশীলনে দেখা গেল। স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের নির্দেশনায় শের-ই-বাংলার নেটে বল নিয়ে হাত ঘুরিয়েছেন; মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন ও সাইফ হাসান। তাদের সঙ্গে নিজেকে শানিয়ে নিয়েছেন দুই টেস্ট স্পেশালিস্ট তাইজুল ইসলাম ও তরুণ অফস্পিনার নাঈম হাসান।
তাসকিন আহমেদকে অবশ্য বোলিংয়ে দেখা যায়নি। হোম অব ক্রিকেটে এসে পেস বোলিং কোচ ওটিস গিবসনের পরামর্শ শেষে মাঠ থেকে বেরিয়ে গেছেন এই গতি তারকা।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে চলতি মাসের ১২ তারিখে দেশ ছাড়বে লাল সবুজের দল। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল ও দ্বিতীয়টি ২৯ এপ্রিল।
সারাবাংলা/এমআরএফ/এসএস
টপ নিউজ টেস্ট সিরিজ লঙ্কা সফর লঙ্কাভিযান শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ