Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের রেকর্ড ভেঙে মাবিয়ার স্বর্ণ জয়


৭ এপ্রিল ২০২১ ১৬:৫৪

এসএ গেমসের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত সাফল্যের ধারা ধরে রেখেছেন। নিজের রেকর্ড ভেঙে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতেছেন এই ভারোত্তোলক।

বুধবার (৭ এপ্রিল) ময়মনসিংহের জিমনেশিয়ামে মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি মিলিয়ে ১৮১ কেজি তুলে রেকর্ড গড়েন মাবিয়া। বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক ভেঙেছেন নিজের গড়া ২০১৮ সালের রেকর্ড। সেবার আন্তঃসার্ভিস ভারোত্তলনে ১৭৯ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

আজ এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর লিমা আক্তার স্ন্যাচে ৫৯ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজিসহ মোট ১৩২ কেজি তুলে রুপা জিতেছেন। সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার স্ন্যাচে ৫৬ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৬০ কেজি মিলিয়ে ১১৬ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন।

ছেলেদের ৮১ কেজি ওজন বিভাগে সুমন চন্দ্র রায় ২৬০ কেজি তুলে সোনা জিতেছেন। স্ন্যাচে ১১৩, ক্লিন এন্ড জার্কে ১৪৭ কেজি তোলেন বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক। এই ইভেন্টে ২৫৮ কেজি তুলে বাংলাদেশ সেনাবাহিনীর মনোরঞ্জন রায় রুপা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দূর্জয় হাজং স্ন্যাচে ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ২৪০ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন।

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস মাবিয়া আক্তার সীমান্ত