Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঙ্গাকারার ইচ্ছা পারলে মেসিকে আনতেন রাজস্থান রয়্যালসে

স্পোর্টস ডেস্ক
৬ এপ্রিল ২০২১ ১২:৪৭

ফুটবল মাঠে গেল দেড় দশকেরও বেশি সময় ধরে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ফুটবলের শত রেকর্ড তার পায়ে লুটিয়ে পড়েছে। তবে কখনো যদি সুযোগ হতো উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে মেসিকে দেখার? ব্যাপারটা মন্দ হতো না! এমনটা উপমহাদেশের শত কোটি মানুষেরও। সেই স্বপ্নের কথাই এবার জানালেন শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

লংকান এই কিংবদন্তির স্বপ্ন মেসিকে বড় রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়য়ে হলেও আইপিএলের নিলাম থেকে দলে ভেড়াতেন। খেলাতেন রাজস্থান রয়্যালসের হয়ে। লংকান এই কিংবদন্তির বিশ্বাস, ফুটবলের মতো ক্রিকেটেও বিশ্বসেরা হতেন বার্সেলোনার মহাতারকা।

বিজ্ঞাপন

রাজস্থান রয়্যালসের ইউটিউব চ্যানেলে এক ভক্তের প্রশ্নের জবাবে এ কথাই জানিয়েছেন সাঙ্গাকারা। আইপিএল শুরুর আগে কোয়ারেনটাইন পালনকালে ভক্তদের প্রশ্ন-উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছিলেন সাঙ্গাকারা।

সেখানেই রাহুল নামের এক ভক্ত লঙ্কান এই কিংবদন্তিকে প্রশ্ন করেন, আমরা কি পরের মৌসুমের মেগা নিলাম থেকে মেসিকে দলে নিতে পারি? উত্তরে সাঙ্গাকারা বলেন, ‘আপনি কি লিওলেন মেসির কথা বলছেন? যদি সে ক্রিকেট খেলতো, তাহলে ওর মতো একজনকে পেলে দারুণ হতো।’

এবছর জানুয়ারিতেই রাজস্থানের ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব বর্তেছে সাঙ্গাকারার ওপর। এবারই প্রথম এই দলটির সঙ্গে জড়িত হয়েছেন সাবেক এই ক্রিকেটার। তবে এর আগে আইপিএলে কিংস ইলেভেন, ডেকান চার্জার্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

নতুন মৌসুমে নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবে রাজস্থান। সঞ্জু স্যামসনের নেতৃত্বে ১২ এপ্রিল পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামবে দলটি। এবার বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও আছেন তাদের দলে। যাকে নিলাম থেকে ভিত্তিমূল্য এক কোটি রুপিতে দলে নেয় আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আইপিএল কুমার সাঙ্গাকারা মেসিকে আইপিএলে রাজস্থান রয়্যালস লিওনেল মেসি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর