Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঁতারে আরোও দুই রেকর্ড


৫ এপ্রিল ২০২১ ১৭:১৩ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ১৭:১৭

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে সাঁতারের তৃতীয় দিনে আরোও দুটি রেকর্ড হয়েছে। ২০০ মিটার বাটারফ্লাইয়ে সেনাবাহিনীর কাজল মিয়া ও ৪০০ মিটার ফ্রিস্টাইলে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রেকর্ড দুটি গড়েছেন। এ নিয়ে তিন দিনে সাঁতারে মোট আট রেকর্ড হলো।

সোমবার (৫ এপ্রিল) মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন কাজল মিয়া। আগের রেকর্ডটি ছিল সেনাবাহিনীর জুয়েল আহমেদের।

বিজ্ঞাপন

রেকর্ড হারা জুয়েল আহমেদ আজ ২ মিনিট ১১.১৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। নৌবাহিনীর জাহিদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন, তার টাইমিং ২ মিনিট ১৬.৩৮ সেকেন্ড।

৪০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল আহমেদ সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে নিজের গড়া রেকর্ডই (৪ মিনিট ১৮.২৫) ভেঙ্গেছেন ফয়সাল। এই ইভেন্টে ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন নৌবাহিনীর রবিউল আউয়াল। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল মিয়া ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ড সময় নিয়ে।

তৃতীয় দিন নারীদের ২০০ মিটার বাটরফ্লাইয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। তার সময় লেগেছে ২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড। রুপা জয়ী সেনাবাহিনীর ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। ব্রোঞ্জ জয়ের পথে সেনাবাহিনীর আরেক সাঁতারু মুসলিমা খাতুন সময় নেন ৩ মিনিট ১২.৯০ সেকেন্ড।

ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ৭.০১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী। নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ১ মিনিট ৮.৫৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নৌবাহিনী শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ৪০০ মিটার ফ্রিস্টাইলে দিনের দ্বিতীয় স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিনদিনে এটা ছিল তার চতুর্থ ব্যক্তিগত স্বর্ণ। নিজের চতুর্থ সোনা জয়ের পথে ৫ মিনিট ৭.৮৯ সেকেন্ড সময় নিয়েছেন টুম্পা। সেনাবাহিনীর নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রুপা ও সেনাবাহিনীর আরেক সাঁতারু শারমিন সুলতানা ৫ মিনিট ২৭.০৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সাঁতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর