Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শততম পর্বে সেঞ্চুরিয়ান আশরাফুল

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ এপ্রিল ২০২১ ১৪:৩১

বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার বলা হয় আশরাফুলকে। ফিক্সিংয়ের কারণে শাস্তি হিসেবে মাঠের বাইরে ছিলেন ৫ বছর। তার প্রতি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ভালোবাসা এরপরও অনেক। দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার বলা হয় তাকে। সে আশরাফুলকে দেখা যাবে টেলিভিশন অনুষ্ঠানের শততম পর্বে।

বাংলাভিশনের নিয়মিত সাপ্তাহিক রম্য-বিদ্রুপ অনুষ্ঠান ‘Talk মিষ্টি ঝাল’ ১০০তম পর্বে পদার্পণ করেছে। আবু হেনা রনির উপস্থাপনায় ১০০তম পর্বটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। সেঞ্চুরি পর্বের বিশেষ অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, সবচেয়ে কমবয়সী টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটির উপস্থাপক আবু হেনা রনি বলেন, ‘যেহেতু শততম পর্ব, তাই একজন সেঞ্চুরিয়ানই শততম নিয়ে মজার সব উত্তর দিতে পারবেন- সেই ভাবনা থেকেই এই আয়োজনটি। আশা করছি, সবার ভালো লাগবে।’

অনুষ্ঠানটি পরিচালনা করেছেন খায়রুল বাবুই। আশরাফুলের পর্বটি মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১১টা ২৫ মিনিটে প্রচার করা হবে।

সারাবাংলা/এজেডএস

Talk ঝাল মিষ্টি মোহাম্মদ আশরাফুল শততম পর্বে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর