Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ণবাদের অভিযোগে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২১ ১১:৩৫

গোটা বিশ্ব যখন বর্ণবাদের বিপক্ষে লড়াই চালাচ্ছে ঠিক তখনই আরও একটি বর্ণবাদি ঘটনা ঘটল স্প্যানিশ লা লিগার খেলায়। রবিবার রাতে ভ্যালেন্সিয়া এবং কাদিজের মধ্যকার ম্যাচে ঘটেছে এমন ঘটনা। ভ্যালেন্সিয়ার মোক্তার ডায়াখাবেকে উদ্দেশ্য করে বর্ণবাদি আচারণের অভিযোগ আসে। আর তাতেই ম্যাচের মাঝখানেই মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।

প্রথমার্ধের খেলার সময় মোক্তার ডায়াখাবে কাদিজের হুয়ান কালার সঙ্গে বাক বিতণ্ডায় জড়াতে দেখা যায়। ওই সময় ডায়াখাবে রেফারির সঙ্গেও কথা বলেন এই ব্যাপারে। এরপর তিনি রাগান্বিতভাবে মাঠ ছাড়েন।

বিজ্ঞাপন

ডায়াখাবের সঙ্গে সঙ্গে ভ্যালেন্সিয়ার সকল খেলোয়াড়রাও মাঠ ছাড়েন। তবে পরবর্তীতে তিনি নিজেই সতীর্থদের অনুরোধ করেন মাঠে ফিরে যেতে। পরে ভ্যালেন্সিয়া মাঠে ফিরলেও আর খেলতে নামেননি ডায়াখাবে। তাকে মাঠ থেকে তুলে নেয় ভ্যালেন্সিয়া।

ভ্যালেন্সিয়ার রক্ষণভাগের খেলোয়াড় হোসে গায়া বলেন, ‘ডায়াখাবে আমাদের জানিয়েছে তাকে উদ্দেশ্য করে বর্ণবাদি মন্তব্য করা হয়েছে। আর তাই আমরা সবাই মাঠ ছেড়ে বেরিয়ে যাই। কিন্তু আমাদের সবাইকে জানানো হয় যে আমাদের এই ম্যাচ খেলেতেই হবে না হলে আমাদের পয়েন্ট কেটে নেওয়া হবে। এরপর ডায়াখাবে আমাদের অনুরোধ করে মাঠে ফিরে যেতে।’

গায়া আরও বলেন, ‘আমরা ডায়াখাবের অনুরোধে এবং টিম মিটিংয়ের পরে মাঠে ফিরি। ডায়াখাবে বলে যে সে মাঠে ফেরার মতো মানসিকতায় নেই। সে মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছে।’

কাদিজের হুয়ান কালা ডায়াখাবেকে উদ্দেশ্য করে যা বলেছিল তা অনেক কুৎসিত। এ ব্যাপারে ডায়াখাবে গায়াকে বলেছেন, ‘এটা খুব কুৎসিত কথা ছিল। কালা বার বার ওই কথাটা বলেই যাচ্ছিল। আমরা যদিও কালার সঙ্গে কথা বলার সুযোগ পাইনি কারণ সে মাঠ ছেড়েছিল সবার শেষে। আমি নিশ্চিত যে নিশ্চই কিছু বলেছে।’

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ম্যাচটি ভ্যালেন্সিয়া ২-১ গোলের ব্যবধানে হেরেছে। এই হারে ২৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান ভ্যালেন্সিয়ার আর এক পয়েন্ট কম নিয়ে ১৩তে আছে কাদিজ।

সারাবাংলা/এসএস

খেলা বন্ধ ফুটবলে বর্ণবাদ ভ্যালেন্সিয়া ফুটবলার ভ্যালেন্সিয়া বনাম কাদিজ মাঠ ত্যাগ লা লিগা স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর