সিলেটে সালমা-জাহানারাদের বড় জয়
৪ এপ্রিল ২০২১ ১৮:৫১ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১৯:০৪
একদিন আগে টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আনন্দের সংবাদটা মাঠে ভালোই উপভোগ করলেন সালমা খাতুন, জাহানারা আলম, ফারহানা হক পিংকিরা। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে আজ ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং নারী ক্রিকেট দল।
লম্বা একটা সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মধ্যদিয়ে আজ মাঠে গড়িয়েছে সিরিজ। ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৯৫ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ নারী ইমার্জিং দল।
মুর্শিদা খাতুনকে নিয়ে ওপেনিংয়ে ৭৮ রান তোলেন শারামিন সুলতানা। দারুণ এই শুরুর পর দলকে দারুণভাবে এগিয়ে নিয়েছেন ফারহানা হক পিংকি। দলীয় ৭৮ রানের মাথায় ৪৫ বলে ৩৮ করে শারমিন আউট হলে তিনে নেমে মাত্র তিন বল টিকতে পেরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে চারে নেমে সেই ধাক্কাটা বুঝতেই দেননি ফারহানা হক পিংকি।
তার ব্যাটেই দুইশপ্রায় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ১০০ বল খেলে ৫টি চারের সাহায্যে ৭২ রান করেছেন পিংকি। মুর্শিদা খাতুন করেছেন ৩৬ রান। শেষ দিকের ব্যাটসম্যানরা বলার মতো ইনিংস খেলতে না পারলে দুইশ পর্যন্ত যাওয়া হয়নি স্বাগতিকদের। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে বাংলাদেশ।
পরে বাংলাদেশের বোলিং ইনিংস শুরু করেছেন তারকা স্পিনার সালমা খাতুন। এই সালমা, রুমানার স্পিন আর জাহানারার পেসেই কাবু হয়েছেন সফরকারীরা।
৪৪.৫ ওভারে ১৪১ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং ক্রিকেট দল। দলটির পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন ওপেনার আন্দ্রেয়া স্টেইন। বাংলাদেশ ইমার্জিংয়ের হয়ে ১০ ওভারে ২৫ রানে তিন উইকেট নিয়েছেন সালমা খাতুন। জাহানারা ৮ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট, রুমানা আহমেদ ৪.৫ ওভারে ১৬ রান খরচায় ২ উইকেট ও সানজিদা আক্তার মেঘলা ৭ ওভারে ২৭ রান খরচায় নিয়েছেন ২টি করে উইকেট।
জাহানারা আলম টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল সালমা খাতুন