রেকর্ড গড়লেন অপ্রতিরোধ্য শিরিন, বডিবিল্ডিংয়ে মাকসুদার স্বর্ণ জয়
৪ এপ্রিল ২০২১ ১৭:৫৩ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ১৮:০৯
ট্র্যাকে শিরিন আক্তারের রাজত্ব অব্যাহত। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে একদিন আগে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন শিরিন। আজ রেকর্ড গড়ে ২০০ মিটারেও স্বর্ণ জিতলেন তিনি। এদিকে, বডিবিল্ডিংয়ের শেষ দিনে দুই স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। ৮৫+ কেজি দৈহিক ওজন শ্রেণীতে পুরুষ ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন সুমন দাস। আর নারী ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন মাকসুদা মৌ।
রোববার (৪ এপ্রিল) ২০০ মিটার শেষ করতে ২৪.২০ সেকেন্ড সময় নিয়েছেন শিরিন। এই ইভেন্টে সেটা সেরা টাইমিং। আগের রেকর্ডটি ছিল নাজমুন নাহার বিউটির দখলে। ১৫ বছর আগে ২৪.৩০ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার শেষ করেছিলেন বিউটি। ছেলেদের ২০০ মিটারে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ বিমানবাহিনীর মো. নাইম ইসলাম।
এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে বডিবিল্ডিংয়ের পুরুষ সিনিয়র ৮৫+ কেজি দৈহিক ওজন শ্রেণীতে অনুমিতভাবেই স্বর্ণ জিতে নিয়েছেন বাংলাদেশ আনসারের সুমন দাস। রৌপ্য জিতেছেন ফিটনেস টাইম জিমের হারুন অর রশিদ জেনি, আর ব্রোঞ্জ পেয়েছেন ঢাকা জিমের রেজাউল ইসলাম।
নারী ইভেন্ট ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারেরই মাকসুদা মৌ। রৌপ্য পেয়েছেন রুশলান স্টুডিওর মিম আকতার। ব্রোঞ্জ জিতেছেন দ্যা ওয়ারিয়রস ক্লাব ঢাকার তানজিম আকতার তিথি।