Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৪ বছর পর কোপা দেল রে’র শিরোপা সোসিয়েদাদের

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২১ ০৯:৩১

করোনাভাইরাস মহামারির কারণে ২০১৯/২০ মৌসুমের কোপা দেল রে’র ফাইনাল স্থগিত হয় অনির্দিষ্ট সময়ের জন্য। এরপর করোনাকে পাশ কাটিয়ে ফুটবল মাঠে ফিরলেও কোপা দেল রে’র গত আসরের ফাইনাল মাঠে গড়ায়নি। এর মধ্যে ২০২০/২১ মৌসুমের ফাইনালিস্ট নির্ধারিতও হয়ে যায়। অবশেষে গত আসরের ফাইনাল মাঠে গড়াল আর তাতে ৩৪ বছর পর স্প্যানিশ কোপা দেল রে’র শিরোপা ঘরে তুললো রিয়াল সোসিয়েদাদ।

সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জয় করে সোসিয়েদাদ। একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারজাবাল।

বিজ্ঞাপন

শেষবার ১৯৮৬/৮৭ মৌসুমে কোপা দেল রে’র শিরোপা ঘরে তুলেছিল দলটি। এরপর ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল তারা। স্প্যানিশ কাপ নামে পরিচিত এই প্রতিযোগিতায় সোসিয়েদাদের এটি তৃতীয় শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।

পুরো ম্যাচে বল দখলে আধিপত্য করে সোসিয়েদাদ। তবে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি তারা। গোলের উদ্দেশে মোট দুটি শট নেয় দলটি, যার একটি লক্ষ্যে। অবশ্য আক্রমণে তেমন ভালো করেনি বিলবাও-ও। ম্যাচে হাতেগোনা কয়েকটি সুযোগের মধ্যে প্রথমটি পায় বিলবাও। ৩৩তম মিনিটে ইনিগো মার্টিনেজের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক আলেক্স রেমিরো।

৫৮তম মিনিটে জোড়া ধাক্কা খায় তারা। ডি-বক্সে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিনেজ। পেনাল্টি পায় সোসিয়েদাদ। তা থেকেই পার্থক্য গড়ে দেন ওইয়ারজাবাল।

বার্সেলোনার পর প্রতিযোগিতাটির দ্বিতীয় সফলতম ক্লাব বিলবাও, ২৩ বার জিতেছে তারা। তবে তাদের সবশেষ শিরোপাটি সেই ১৯৮৩-৮৪ মৌসুমে। এরপর মাঝে চারবার ফাইনাল খেললেও প্রতিবারই হতাশা হয়েছে সঙ্গী। অবশ্য শিরোপা খরা ঘোচানোর আরেকটি সুযোগ দুই সপ্তাহের ভেতরেই পেতে পারে অ্যাথেলেটিক ক্লাব বিলবাও। ২০২০-২১ আসরের ফাইনালে আগামী ১৭ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে বিলবাও।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

অ্যাথলেটিক ক্লাব বিলবাও বনাম রিয়াল সোসিয়েদাদ কোপা দেল রে শিরোপা রিয়াল সোসিয়েদাদ স্প্যানিশ কোপা দেল রে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর