Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই ইসমাইল-শিরিনই দ্রুততম মানব-মানবী


৩ এপ্রিল ২০২১ ১৯:১৭

অ্যাথলেটিকস ট্র্যাকে কয়েক বছর ধরে শিরিন আক্তারের একক আধিপত্য। সম্প্রতি ট্র্যাকে রাজত্ব করে যাচ্ছেন মোহাম্মদ ইসমাইলও। ট্র্যাকে ইসমাইল, শিরিন পতাকা ওড়াবেন- সম্প্রতি এটা যেন নিয়মেই পরিনত হয়েছে! বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও দেখা গেল দৃশ্যটা। দ্রুততম মানব ও মানবী হয়েছেন দুই দৌড়বিদ।

আজ শনিবার (৩ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টের দিকেই নজর ছিল সকলের। দেখার ছিল শিরিন, ইসমাইলের সিংহাসন কেউ ছিনিয়ে নিতে পারে কিনা। কিন্তু দেশে এই দুজনকে হারানোর মতো অ্যাথলেট এই মুহূর্তে কেউ নেই।

বিজ্ঞাপন

পুরুষ বিভাগের ১০০ মিটারে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল। এ নিয়ে দেশে টানা ৪ বার ১০০ মিটার জিতলেন। নৌবাহিনীর আব্দুল রউফ (১০ দশমিক ৬০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম (১০ দশমিক ৭০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।

জয়ের পর ইসমাইল বললেন, ‘আগের বাংলাদেশ গেমসে লং জাম্পে দ্বিতীয় হয়েছিলাম। বাংলাদেশ গেমস প্রথমবার সেরা হয়ে আমি ভীষণ আনন্দিত।’ যোগ করেন, ‘করোনার মধ্যে পারফরম্যান্স ভালোই হয়েছে (হাতঘড়িতে আজ ১০০ মিটারে টাইমিং ১০.৫০ সেকেন্ড)। অল্প অনুশীলন করে দ্রুততম মানব হতে পেরেছি। এখন অনুশীলন করা যায় না ঠিকমতো। এক বেলা অনুশীলন করতে পারি। তাও মাঝেমধ্যে এক বেলা আসতে পারি না মাঠে। বিভিন্ন রুটিন থাকে। করোনা শেষে আশা করি ভালো টাইমিং করতে পারব।’

দীর্ঘমেয়াদি অনুশীলনের দাবি জানিয়েছেন ইসমাইল, ‘অলিম্পিকের আগে আমাকে অনুশীলনের সুবিধা দেওয়া উচিত। তাহলে আশা করি টাইমিংটা ভালো হবে। নৌবাহিনী আমাদের সুযোগ-সুবিধা দিচ্ছে। এখন ফেডারেশন থেকেও সেটা দেওয়া হলে ভালো করবে পারব। কিন্তু করোনার কারণে সব আটকে গেছে।’

বিজ্ঞাপন

মেয়েদের বিভাগে ১১ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন শিরিন। দেশে টানা ১২ বার ১০০ মিটার জিতলেন তিনি। এই ইভেন্টে শিরিনের সেনাবাহিনীর সতীর্থ শরীফা খাতুন (১১ দশমিক ৭০ সেকেন্ড) রুপা ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সোনিয়া আক্তার (১২ দশমিক ১০ সেকেন্ড) ব্রোঞ্জ পেয়েছেন।

গত কয়েক বছর ধরে দেশের ১০০ মিটারের রানী পরে বলেছেন, ‘এই জয়ে অনুভূতি প্রকাশ করার কিছু নেই। এটা শুধুই অনুভব করা যায় এবং করছি। বাংলাদেশ গেমসে প্রথম সোনা জিতে আমি খুশি (আজ তাঁর টাইমিং হয়েছে ১০.৬০ সেকেন্ড)। এর পেছনে পরিশ্রম করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিকেএসপি, নৌবাহিনী। সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার কোচ আবদুল্লা হেল কাফিকেও ধন্যবাদ জানাচ্ছি।’

বললেন রেকর্ডটা আরও এগিয়ে নিতে চান তিনি, ‘বাংলাদেশে টানা ১২ বার ১০০ মিটার জেতা রেকর্ড। আমি চাই আরও সামনে এগিয়ে যেতে। আমার লক্ষ্য অলিম্পিক।’ কিন্তু শিরিনের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে এটাই প্রমাণ হচ্ছে, দেশে নতুন অ্যাথলেট উঠে আসছে না। কিন্তু কেন? প্রশ্নটি করলে হেসে শিরিনের জবাব, ‘সাকিব (সাকিব আল হাসান) ভাই কেন টানা বিশ্বসেরা অলরাউন্ডার? আমার ইভেন্টে বাকিরা কী করছে জানি না। তবে আমি আমার ক্ষুধা মেটাতে খেলছি।’

অ্যাথলেটিকস বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস মোহাম্মদ ইসমাইল শিরিন আক্তার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর