শ্রীলঙ্কা সিরিজের ভাগ্য নিয়ে এখনই সিদ্ধান্ত নয়
৩ এপ্রিল ২০২১ ১৭:০৪ | আপডেট: ৩ এপ্রিল ২০২১ ২০:৪৫
ভ্রমণের তারিখ, সূচি সবই চূড়ান্ত। কিন্তু হুট করেই করোনার ছোবলে দিশেহারা গোটা দেশ। সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনও ঘোষণা করেছে সরকার। এমতাবস্থায় চলতি মাসে অনুষ্ঠেয় শ্রীলঙ্কা সিরিজের ভবিষ্যত কি? আবারও স্থগিত হবে নাকি যথা সময়েই খেলা মাঠে গড়াবে? জানতে চাওয়া হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাল, এখনই এ বিষয়ে কোন সিদ্ধান্ত জানাতে তারা প্রস্তুত নন। আরোও কয়েকটি দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে এর পরে।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে ১২ এপ্রিল দেশটি সফরের কথা ছিল টিম বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্ট গড়ানোর কথা ছিল ২১ এপ্রিল ও দ্বিতীয়টি ২৯ এপ্রিল। কিন্তু হুট করেই দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। ফলে ৫ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। উদ্ভুত পরিস্থিতিতে প্রশ্নের উদ্রেক হওয়াটা অবান্তর নয়, তাহলে লঙ্কা সিরিজের ভাগ্য কি?
না, এ প্রসঙ্গে এখনই কিছু বলতে চাইছে না বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-বিসিবি। তারা চাইছেন আরও কয়েকটি দিন দেখতে।
শনিবার (৩ এপ্রিল) সারাবাংলাকে একথা জানালেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
চৌধুরী বললেন, ‘শ্রীলঙ্কা সিরিজ শঙ্কার মুখে পড়ল কিনা এটা আমরা এখনই বলব না। মাত্র তো সরকার লকডাউন দিল। দেশের সার্বিক পরিস্থিতিটা আমরা দেখি। এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের জাতীয় দল নিউজিল্যান্ড থেকে ফিরছে, তারা আসুক। এরপরে এ বিষয়ে কথা বলব।’
করোনাভাইরাস সতর্কতায় ইতোমধ্যে দুইবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। প্রথমবার স্থগিত হয়েছিল গেল বছরের জুনে, দ্বিতীয়বার অক্টোবরে। সেই সিরিজটিই এমাসে গড়ানোর কথা রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।