সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত চলবে বাংলাদেশ গেমস
৩ এপ্রিল ২০২১ ১৫:৪৩
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার কারণে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে লকডাউন দেয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে, সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত স্বাভাবিক সূচিতেই চলতি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চলবে বলে জানানো হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) গেমস স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন সংবাদমাধ্যমকে জানান, ‘সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলতেই থাকবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গেমস এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।’
তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করছে বিওএ।
গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষ্যে এবারের গেমসের নাম পাল্টে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস করা হয়েছে।