কক্সবাজারে কেউ জিতেনি
১ এপ্রিল ২০২১ ১৮:২০
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারে। দুই ম্যাচের একটাতেও ফল নির্ধারণ হয়নি। ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটা ড্র হয়েছে। ড্র হয়েছে ঢাকা বিভাগ বনাম সিলেট বিভাগের ম্যাচটাও।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রো ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচটা যে ড্র হতে যাচ্ছে সেটা আগের দিনেই আন্দাজ করা যাচ্ছিল। চার দিনের ম্যাচে প্রথম তিন দিনে পতন হয়েছিল দুদলের ২১ উইকেট, শেষ দিকে বাকি ছিল ১৯ উইকেট। কক্সবাজারের উইকেটে বোলাররা অতোটা ‘বীর’ হতে পারেননি বোলাররা।
১ উইকেটে ৪৩ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করেছিল চট্টগ্রাম। উইকেটে ছিলেন সাদিকুর রহমান (১৯), ও তরুণ মাহমুদুল হাসান জয় (২০*)। দিনে শুরুটা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছেন এই দুজন। দুজনই অবশ্য ফিরেছেন হতাশ হয়ে। সাদিকুর ফিরেছেন ফিফটির আগে, মাহমুদুল সেঞ্চুরির কাছে গিয়ে। ৭৭ বলে ৪৭ রান করে ফিরেছেন সাদিকুর। ১০২ বলে ৩টি করে চার-ছয়ে ৭৮ করেছেন তরুণ মাহমুদুল হাসান জয়।
এছাড়া ইয়াসির আলি রাব্বি ৩৯ রান ও শাহাদাত হোসেন ২৮ রান করেছেন। চট্টগ্রাম ৬ উইকেটে ২৩৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে ৩৭০ রানের টার্গেট দাঁড়ায় ঢাকা মেট্রোর সামনে। শেষ দিনের খেলা তখন অর্ধেক মতো বাকি। ফলে জয়ের চিন্তা বাদ দিয়ে ড্রয়ের লক্ষ্যেই ব্যাটিং করেছে ঢাকা। শেষ পর্যন্ত ঢাকা মেট্রো ২ উইকেটে ১৪৮ রান তুলতেই ড্র নিশ্চিত হয়ে যায় ম্যাচে। জাহিদুজ্জামান ৬১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ৪৭ করেছেন ওপেনার আজমির আহমেদ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল সিলেট বিভাগ। আবদুল্লাহ আল গালিব ৭৪ ও তানজিদ হাসান সাকিব ২৪ রানে অপরাজিত ছিলেন। সেখান থেকে সিলেটের প্রথম ইনিংস ২১৯ রানে থামলে দুই ইনিংস মিলিয়ে ঢাকা বিভাগের বিপক্ষে লিড দাঁড়ায় ৩১০। শেষ দিনে তখন দুই সেশন মতো বাকি ছিল। তবুও জয়ের চিন্তা বাদ দিয়ে ড্র’য়ের লক্ষ্য ঠিক করে ব্যাটিং করেছে ঢাকা বিভাগ। রান তোলার চেয়ে উইকেটে টিকে থাকাকেই বেশি গুরুত্ব দিয়েছে দলটি।
ধীর গতির ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৪৭ রান তুলে দিন শেষ করেছে ঢাকা। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন তরুণ সাইফ হাসান। সিলেটের হয়ে তিনটি উইকেট নিয়েছেন এনামুল হক জুনিয়র।