Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ড থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে টাইগারদের


১ এপ্রিল ২০২১ ১৫:২৭ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ১৭:০৫

ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে টানা ৫ ম্যাচ হেরে আগেই দুই সিরিজ হার নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। আজ সফরের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে দলটির বিপক্ষে জয়ের অপূর্ণতা ঘুচে কিনা সেটাই ছিল দেখার। নিউজিল্যান্ডের মাঠে এখন পর্যন্ত দলটিকে কোনো ফরম্যাটেই হারাতে পারেনি বাংলাদেশ। এই অপূর্ণতা ঘুচল না এবারও, বৃষ্টি আইনে শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ ৬৫ রানে হেরেছে বাংলাদেশ। এ নিয়ে সব ফরম্যাট মিলিয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টানা ৩২ জিতল নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাতে ১০ ওভারে ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই চালাচ্ছিলেন সৌম্য। টিম সাউদিকে টানা দুই বলে দুটি চার হাকিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টির ঝড়ো ফিফটির কথা মনে করিয়ে দিচ্ছিলেন বাঁহাতি ক্রিকেটার। কিন্তু সাইদির প্রথম ওভারের চতুর্থ বলেই ফিরতে হয়েছে সৌম্যকে। সাউদির নাকাল বল বুঝতে না পেরে ক্যাচ তুলে দিয়েছিলেন সাউদির হাতেই।

পরের বলে স্কুপ করতে গিয়ে সরাসরি বোল্ড এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন দাস। শুরুতে বিপদে পড়লেও পরে চালিয়ে খেলেছেন বাকিরা। ছোট বাউন্ডারির সুবিধা নিয়ে চার-ছয় কিছু হয়েছে বটে, কিন্তু নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদিরা উইকেটও বিলিয়েছেন টপাটপ।

বল সীমানা ছাড়ার করার পরেই আউট- বাংলাদেশি ব্যাটসম্যানরা এগুচ্ছিলেন ঠিক এভাবেই। খুঁড়িয়ে এগিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয়েছে ৯.৩ ওভারে ৭৬ রানে।

আসা যাওয়ার মিছিলে থাকা বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছেন কেবল দুই ওপেনার নাইম শেখ (১৯), সৌম্য সরকার (১০) ও ছয়ে নামা মোসাদ্দেক হোসেন সৈকত (১৩)।

এর আগে ফিন অ্যালেন ঝড়ে টি-টোয়েন্টি থেকে টি-টেন হয়ে পড়া ম্যাচটাতে ১৪১ রান তোলে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে খেলা শুরু হয়েছে অনেকটা পরে। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১০ ওভার করা হয়েছে। অ্যালেন ঝড়ে ১০ ওভারেই ১৪১ রান তোলে নিউজিল্যান্ড। অ্যালেন ২৯ বলে করেন ৭১ রান। এছাড়া মার্টিন গাপটিল ১৯ বলে করেছেন ৪৪ রান।

তারুণ্যনির্ভর একটা দল নিয়ে ম্যাচটা খেলতে নেমেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান, তামিম ইকবাল আগে থেকেই ছিলেন না। চোটের কারণে আজ মাঠে নামতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। মাশরাফি বিন মুর্তজা টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডব’-এর একজনও খেলেননি আজকের ম্যাচে। পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেট শুরুর করার পর এমন ঘটনা ঘটল এই প্রথম, সময়ের হিসেবে ১৫ বছর পর। অভিজ্ঞদের অনুপস্থিতিতে পারলেন না তরুণরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ লিটন দাস সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর