Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অকল্যান্ডে বৃষ্টি বাধা

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২১ ১১:৫২ | আপডেট: ১ এপ্রিল ২০২১ ১৩:৩৪

অকল্যান্ডের ইডেন পার্কে বৃহস্পতিবার (১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা ছিল। তবে বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে তাতে। বৃষ্টির কারণে টসই অনুষ্ঠিত হতে পারেনি এখন পর্যন্ত।

অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মাঠ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে ম্যাচ রেফারির। সেখান থেকেই জানা যাবে ঠিক কয়টা নাগাদ খেলা মাঠে গড়ানোর সম্ভবনা রয়েছে।

এদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলার সময় নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বাঁ উরুতে চোট পান। আর তাতেই ইনজুরির কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। মাহমুদউল্লাহর পরিবর্তে এদিন টাইগারদের অধিনায়কত্ব করবেন লিটন দাস।

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করছে বাংলাদেশ দল। আর তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে টিম বাংলাদেশ।

সারাবাংলা/এসএস

অকল্যান্ড টপ নিউজ তৃতীয় টি-টোয়েন্টি নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ বৃষ্টিতে ম্যাচ শুরু হতে দেরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর