Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাল ৩২-০ নাকি ৩১-১?


৩১ মার্চ ২০২১ ১৯:১৯ | আপডেট: ৩১ মার্চ ২০২১ ২২:২৪

‘আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে…’- রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের এই দু’লাইন এখন যেন বাংলাদেশ ক্রিকেটের প্রতিচ্ছবি! নিউজিলন্ডে মাঠে দলটিকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। আগে ২৬ ম্যাচ খেলে সবকটিতেই হারা বাংলাদেশ গেছে কলঙ্ক ঘুচাতে। বাংলাদেশ দলের প্রাণপণ চাওয়া ছিল নিউজিল্যান্ডের মাঠে দলটির বিপক্ষে জয়। প্রত্যাশা এখন পর্যন্ত প্রত্যাশাই থেকেছে। ২৬-০ ব্যবধান বেড়ে হয়েছে ৩১-০। অর্থাৎ চলতি সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে আগের পাঁচটা ম্যাচই হেরেছে বাংলাদেশ দল। কাল সফরের শেষ ম্যাচ খেলতে কিউইদের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহর বাংলাদেশ। ফেরার আগে অন্তত একটা জয় কি কাল মিলবে? নাকি ব্যবধান বেড়ে ৩২-০ হবে?

বিজ্ঞাপন

উত্তর মিলবে আগামীকাল। অকল্যান্ডে বাংলাদেশ সময় দুপুর ১২টায় টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ অর্থাৎ সফরের সর্বশেষ ম্যাচটি খেলতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহর দল।

নিশ্চয় প্রাণপণে জিততে চাইবে বাংলাদেশ। কিন্তু দলের অবস্থা রীতিমতো ‘সর্বাঙ্গে ব্যথা, মলম দেবো কোথা’। অতীতের নিউজিল্যান্ড সফরে বোলিং ডিপার্টমেন্ট ভুগিয়েছে বাংলাদেশকে। এবার পেস নির্ভর বেশ ভালো একটা বোলিং অ্যাটাক নিয়েই দেশটিতে গেছে টাইগাররা। কিন্তু ব্যাটিংটা হচ্ছে যাচ্ছেতা। টপ অর্ডার টানা ব্যর্থ। শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ছে দল, পরে আর সেই চাপ কাটিয়ে উঠতে না পেরে বড় হার। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ডিপার্টমেন্ট হেসেছিল অবশ্য, কিন্তু সেদিন ফিল্ডিং হলো ছন্নছাড়া। একের পর এক ক্যাচ ছেড়ে, রান আউটের সুযোগ নষ্ট করে নিউজিল্যান্ডকে চাপে রাখলেও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।

এসবের সঙ্গে অভিজ্ঞতা কমে যাওয়ার প্রতিবন্ধকতাও যুক্ত হয়েছে। সাকিব আল হাসান আগে থেকেই এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। সিরিজের আগ মুহূর্তে ছুটি নিয়ে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকাবল। অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলতে পারছেন না কাঁধের চোটের কারণে। হালকা সমস্যায় রয়েছেন পেসার মোস্তাফিজুর রহমানও। মুশফিকের কাল শেষটি-টোয়েন্টিতে খেলা নিয়েও শঙ্কা আছে। এক সঙ্গে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে হারিয়ে তাদের জায়গায় তরুণদের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু তরুণরা প্রত্যাশিত পারফর্ম করতে ব্যর্থ।

এতোকিছু একপাশে রেখে জেতা সম্ভব? ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে সৌম্য সরকার বললেন, অবশ্যই সম্ভব। তবে আগের ম্যাচে যে ভুলগুলো করা হয়েছে তার পূনরাবৃত্তি ঘটলে যে সম্ভব না সেটা সৌম্যও বুঝছেন। বলছিলেন, ‘অবশ্যই এখানে জেতা সম্ভব। তবে আমরা যেভাবে খেলছি, হয়তো একদিন ব্যাটিংয়ে ভালো করছি, একদিন বোলিংয়ে…ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিনটিতেই একসঙ্গে ভালো করতে পারলে কাজটা সহজ হতো, জেতা সম্ভব হতো।’

বিজ্ঞাপন

জিততে হলে তিন বিভাগে এক সঙ্গে ভালো করতে হবে বলছিলেন সৌম্য, ‘আর একটি ম্যাচই বাকি আছে আমাদের। শেষ ম্যাচে যদি তিনটি বিভাগেই ভালো করতে পারি আমরা, তাহলে জেতা সম্ভব। সবশেষ ম্যাচে আমাদের ফিল্ডিং অনেক ভালো ছিল। একটা-দুইটা ছোট ছোট ভুল হয়েছে, এসব যদি আমরা না করি, তিনটি বিভাগে একসঙ্গে যদি ভালো করি, কালকে জিততে পারব।’

ওদিকে, নিউজিল্যান্ড আছে স্বপ্নের ফর্মে। সামনে আইপিএল তাই দলের নিয়মিত সাত ক্রিকেটারকে এই টি-টোয়েন্টি সিরিজে খেলাচ্ছে না নিউজিল্যান্ড। কিন্তু অভিজ্ঞদের বদলে দলে সুযোগ পাওয়া তরুণরা খেলছেন দুর্দান্ত। ডেভন কনওয়ের মতো তরুণরা সুযোগ পেয়েই অসাধারণ পারফর্ম করছেন।

আর একটা প্রতিবন্ধকাতাতেও পড়তে হতে পারে বাংলাদেশ দলকে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আবহাওয়া খুব ভুগিয়েছে বাংলাদেশকে। বৃষ্টি আইনে বাংলাদেশের টার্গেট বেড়ে গিয়েছিল অনেকটা। অকল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির সম্ভবনা আছে আগামীকালের ম্যাচেও। যদি তাই হয় এবং ম্যাচ যদি কার্টেল ওভারে হয় তাহলে নিউজিল্যান্ড আগে ব্যাট করলে বাংলাদেশের জন্য বিপদ। আবার বাংলাদেশ আগে ব্যাট করলে শুরুতেই কিউই পেসারদের ভয়ঙ্কর হয়ে উঠার শঙ্কা থাকবে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ মাহমুদউল্লাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর