Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল করে দলকে জেতালেন রোনালদো-জোটা

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২১ ০৮:৪৮

সার্বিয়ার বিপক্ষে রোনলদোর করা গোল বাতিল হওয়ার পর বেশ ক্ষেপে উঠেছিলেন রোনালদো। মাঠ থেকে শেষ বাঁশি বাজার আগেই বেরিয়ে গিয়েছিলেন, ক্যাপ্টেন আর্মব্যান্ড খুলে ছুঁড়ে ফেলেও দিয়েছিলেন। তবে সেই হতাশা কাটিয়ে এবার দলকে জয় এনে দিলেন রোনালদো। ডিয়েগো জোটা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং জাও পালহিনোর গোলে লুক্সেমবার্গকে ৩-১ ব্যবধানে হারায় পর্তুগাল।

লুক্সেমবার্গের বিপক্ষে গোটা পর্তুগাল দলের পারফরম্যান্সই ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে তারা গোলের উদ্দেশে শট নেয় ২০টি, এর ১১টি ছিল লক্ষ্যে। প্রতিপক্ষ গোলরক্ষক আর গোলপোস্টের বাধার পাশাপাশি নিজেরা সুযোগ নষ্ট না করলে ব্যবধান বাড়তে পারতো আরও।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় লুক্সেমবার্গের হয়ে রদ্রিগেজ গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেদ্রো নেতো ডি-বক্সের বাঁ দিকে একজনকে কাটিয়ে ক্রস বাড়ান। ছয় গজ বক্সে লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড ডিয়েগো জোটা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। ডান দিক থেকে কানসেলোর ক্রসে ছয় গজ বক্সের সামনে একটু লাফিয়ে নেওয়া ভলিতে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

জাতীয় দলের হয়ে রোনালদোর গোল হলো ১০৩টি। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের সবচেয়ে বেশি ১০৯ গোলের রেকর্ড ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন ৩৬ বছর বয়সী ফুটবলার।

এরপর ৮০তম মিনিটের মাথায় ব্যবধান ৩-১ করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা পালিনিয়া। নেতোর কর্নারে কাছ থেকে হেডে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোলটি করেন তিনি। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে সানচেজকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার মাক্সিম।

বিজ্ঞাপন

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পর্তুগাল। অন্য ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো সার্বিয়া সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

সারাবাংলা/এসএস

২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল বনাম লুক্সেমবার্গ বিশ্বকাপ বাছাইপর্ব

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর