Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ ওভারে টাইগারদের লক্ষ্য ১৭০


৩০ মার্চ ২০২১ ১৫:০৮

বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টির ওভার কমানো হয়েছে। ২০ ওভারের পরিবর্তে খেলা হবে ১৬ ওভার, যেখানে টাইগারদের লক্ষ্য ১৭০ রান‌।

মঙ্গলবার নেপিয়ারে বৃষ্টি বাধায় দুই দফায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বন্ধ থাকে। ফলে ম্যাচ গড়ায় কার্টেল ওভারে। যেখানে বাংলাদেশকে ১৭০ লক্ষ্য দেয়া হয়।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে ১৭.৫ ওভারে ১৭৩রান সংগ্রহ করে কিউইরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত রান তারায় নেমে ইতোমধ্যেই ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

স্কোরকার্ড: বাংলাদেশ ১৮/১।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর