আফিফের কণ্ঠে আক্ষেপের সুর
২৮ মার্চ ২০২১ ১৫:৫০ | আপডেট: ২৮ মার্চ ২০২১ ১৬:১৮
ডেভন কনওয়ের ৯২ রানের দুর্দান্ত এক ইনিংসের ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২১০ রানের বিশাল সংগ্রহ গড়েছিল নিউজিল্যান্ড। অনেকে হয়তো তখনই নিউজিল্যান্ডের জয় ধরে নিয়েছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে আফিফ হোসেন মনে করছেন, সুযোগ ছিল বাংলাদেশের।
হ্যামিল্টনের সিডন পার্কের বাউন্ডারি ছিল ছোট। উইকেটও বেশ ব্যাটিং সহায়ক। ফলে বড় সংগ্রহ হলেও বাংলাদেশের তাড়া করার সুযোগ ছিল মনে করছেন আফিফ। সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ১৪৪ রানে গুটিয়ে গিয়ে ৬৬ রানে ম্যাচ হারা বাংলাদেশের পক্ষে আজ সেরা পারফর্মার আফিফ। ছয় নম্বরে নেমে ৩৩ বলে ৪৫ রান করেন তরুণ অলরাউন্ডার।
ম্যাচ শেষে বলেছেন, ‘ব্যাটিংয়ের জন্য আমার মনে হয় উইকেটটা ভালোই ছিল। কারণ স্টেটে একটু ছোট গ্রাউন্ড ছিল, তো ব্যাটসম্যানদের পক্ষে ছিল যে জিনিসটা। ওদের ব্যাটসম্যানরা এই যে গ্রাউন্ডের বেনিফিটটা বেশ ভালোভাবে নিতে পেরেছে। আমরা আরও ভালো ব্যাটিং করতে পারতাম হয়তো। মাঠের সাইজ যেহেতু ছোট ছিল এধরনের স্কোর অবশ্যই তাড়া করা সম্ভব ছিল বলে আমার মনে হয়। আমাদের ব্যাক টু ব্যাক উইকেটগুলো না পরলে হয়তো এই রান আমরা তাড়া করতে পারতাম।’
২১০ রানের জবাব দিতে নেমে নাঈম শেখ বাংলাদেশের পক্ষে শুরুটা করেছিলেন দারুণ। কিন্তু সেটা লম্বা করতে পারেননি, আবার লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহরা অপর প্রান্তে যাওয়া আসার মিছিলে নেমেছিলেন। আফিফ বলছেন, এভাবে টপাটপ উইকেট হারানোর ফলেই বিপদে পড়েছে বাংলাদেশ, ‘সোধি ব্যাক টু ব্যাক যে উইকেটগুলো পেয়েছে তখন আমার প্ল্যান ছিল যে, তাকে বাদ দিয়ে অন্য বোলারদের টার্গেট করা। ওর একটা ওভারেই দুই তিনটা উইকেট পরে যায় তাই এই ওভারটা আমাদের জন্য ব্যাকফুটে যাওয়ার মতো ওভার ছিল।’
ব্যাটিংয়ে আজ বাংলাদেশকে বেশি ভুগিয়েছেন ইশ সোধি। ৪ ওভারে ২৮ রান খরচায় চার উইকেট তুলে নিয়েছেন নিউজিল্যান্ড স্পিনার।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।