ওয়েলিংটনের চোটই বয়ে বেড়াচ্ছেন মুশি
২৮ মার্চ ২০২১ ১১:৫৪ | আপডেট: ২৮ মার্চ ২০২১ ১১:৫৫
ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাঁ কাধে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। শুধু তাই নয়, ওই ম্যাচে কিপিংয়ের সময়ে বলের আঘাতে তার আঙুলেও রক্ত জমাট বেঁধে লাল হয়ে গেছে। সেকারণেই হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাকে একাদশে দেখা যায়নি। চোট থেকে সেরে উঠতে তাকে সময় দেওয়া হয়েছে।
রোববার (২৮ মার্চ) সংবাদ মাধ্যমকে এতথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
তিনি বলেছেন, ‘শেষ ম্যাচে মুশফিকুর রহিম বাঁ কাধে চোট পেয়েছেন আর তার আঙুলে রক্ত জমাট বেধেছে। তাকে সেরে উঠতে সময় দেওয়া হয়েছে।’
নিউজিল্যান্ড সিরিজটা দুঃস্বপ্নের মতোই কাটছে টাইগার উইকেরক্ষক ব্যাটসম্যান মুশির। ব্যাটে রান নেই, কিপিংয়েও ক্যাচ মিসের প্রদর্শনী। তাতে চলতি সিরিজে ভীষণ সমালোচিত এই ৩৩ বছর বয়সী।
কিউদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে; ২৩, ৩৪ ও ২১ রান।
সারাবাংলা/এমআরএফ/এসএস
চোটে মুশফিক টপ নিউজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মুশফিকুর রহিম