কনওয়ে ঝড়ে কিউইদের রানের পাহাড়
২৮ মার্চ ২০২১ ০৮:৩৫ | আপডেট: ২৮ মার্চ ২০২১ ১১:৫৫
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এবার হ্যামিল্টনের সেডন পার্কে রোববার (২৮ সেপ্টেম্বর) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ডেভন কনওয়ে এবং উইল ইয়ংয়ের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটে ২১০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কনওয়ে অপরাজিত থাকেন ৯২ রানে।
কিউইদের মাটিতে অভিষেক বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদের। মার্টিন গাপটিলকে প্রথম চারটি বল ডট দিলেন, এরপর পঞ্চম বলে এক রান নিয়ে কিউইদের অভিষিক্ত ফিন অ্যালেনকে স্ট্রাইক দিলেন তিনি। আর প্রথম বলেই বোল্ড হয়ে ফিরলেন অ্যালান। অভিষেকের প্রথম ওভারেই আরেক অভিষিক্তকে তুলে নিয়ে উইকেটের খাতা খুললেন নাসুম।
এরপর নিজের ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ মার্টিন গাপটিল টাইগার বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন। তবে তাকে খুব বেশি দূর এগোতে দেননি নাসুম। নিজের ত্বৃতীয় ওভারের ৫ম বলে গাপটিলকে সৌম্য সরকারের তালুবন্দি করেন নাসুম। এর আগে ২৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন গাপটিল।
এরপর তৃতীয় উইকেটে ডেভন কনওয়ে এবং উইল ইংয়ের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। এই জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত গড়ে কিউইরা। উইকেটের দুই প্রান্ত থেকে কনওয়ে এবং ইয়ংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড। তবে ইনিংসের ১৭তম ওভারের ৫ম বলে ৩০ বলে ৫৩ রানের ইনিংস খেলা উইল ইয়ংকে তুলে নেন মেহেদি হাসান। ইয়ং ফিরলে কনওয়ের সঙ্গে ১০৫ রানের জুটি ভাঙে।
শেষ দিকে গ্লেন ফিলিপসের ১০ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২১০ রানের। কনওয়ে অপরাজিত থাকেন ৯২ রানে।
স্কোরকার্ড:
নিউজিল্যান্ড: ২১০/৩; ২০ ওভার; (গাপটিল ৩৫, অ্যালেন ০, কনওয়ে ৯২, ইয়ং ৫৩, ফিলিপস ২৪); (নাসুম ৪-০-৩০-২, শরিফুল ৪-০-৫০-০, মেহেদি হাসান ৪-০-৩৭-১, সাইফউদ্দিন ৪-০-৪৩-০, মোস্তাফিজুর ৪-০-৪৮-০)।
বাংলাদেশের লক্ষ্যে ২১১ রানের।
দুই দলের একাদশ সম্পর্কে জানতে পড়ুন: ইনজুরিতে দলে নেই মুশফিক, শরিফুল-নাসুমের অভিষেক
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।
সারাবাংলা/এসএস