Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোর্ড ভাবছে সাকিব তামিম মুশফিকের পর কারা


২৭ মার্চ ২০২১ ১৯:১০ | আপডেট: ২৭ মার্চ ২০২১ ১৯:১৩

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মোর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটকে টানছেন বছরের পর বছর ধরে। মাশরাফি ইতোমধ্যেই বিদায়ের গান শোনাচ্ছেন। সময়ের পরিক্রমায় একদিন সাকিব, তামিম, মুশফিকদেরও নিশ্চয় বিদায়ঘণ্টা বাজবে। তারপর কাদের ঘাড়ে চাপবে বাংলাদেশ ক্রিকেট? এই চিন্তা এখন থেকেই শুরু করেছে ক্রিকেট বোর্ড বলছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে নিয়োগ পেয়েছেন রাজ্জাক। শনিবার (২৭ মার্চ) সংবাদমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্পিনার আসন্ন শ্রীলঙ্কা সফরসহ দলের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন।

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে রাজ্জাক বলেন, ‘একেবারে তরুণ একটা দল নিয়ে টেস্ট জেতা সম্ভব নয়। আবার যদি বলেন যে, তরুণ কোন ক্রিকেটার থাকবে না, সব আগের পুরনো ক্রিকেটার দিয়ে খেলান, তাহলে আসলে চেইনটা মেইনটেইন হলো না। তাহলে ৩ বছর পরে কারা খেলবে? যেমন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ- এরা যদি বের হয়ে আসে তাহলে ওদের জায়গায় যারা আসবে তাঁদেরকে এখন থেকেই আস্তে আস্তে শুরু করতে হবে। ওরা হয়তো ৪ বছর খেলবে, কেউ ৫ বছর খেলবে, কেউ ৩ বছর খেলবে- একেকজন একেকরকম। ট্রান্সজেকশন টাইমটাতে যেন আমাদের খুব বেশি বিপদের পরতে না হয় সেজন্য আসলে এখন থেকেই টুকটাক কাজ করা শুরু হয়েছে। আমি বলবো না আমি আসার পর এগুলো হচ্ছে, এগুলো অলরেডি চলছে। আমি কেবল জয়েন করেছি।’

আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে টেস্ট চ্যাম্পিয়নশিপ না ভেবে নরমাল সিরিজ হিসেবে খেলতে চায় বাংলাদেশ বলছেন রাজ্জাক। সাবেক বাঁহাতি স্পিনার বলেন, ‘আসলে এই সিরিজকে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে না দেখলেই ভালো হবে। কারণ এটার ফাইনালে আমরা খেলতে পারবো না। এমনও হবে না যে আমরা সেকেন্ড বা থার্ড টিম হয়ে যাবো। আমাদের যেমন সিরিজগুলো হয়, এটাকে তেমন ভাবলেই ভালো হবে। আমি এটা বলছি আপনাদের জন্য। নরমালি আমরা যে টেস্ট সিরিজগুলো খেলি, এটাকেও আমরা সেভাবেই নিচ্ছি। ভালোও করতে হবে, একইসঙ্গে দলের যেন সুবিধা হয় এবং অনেকগুলো নতুন খেলোয়াড় এনে যে এক্সপেরিমেন্ট করা হবে এমনটাও নয়।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

আব্দুর রাজ্জাক তামিম ইকবাল মুশফিকুর রহিম সাকিব আল হাসান

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর