Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসিরের বোলিং ভেল্কি, জাকিরের সেঞ্চুরি


২৪ মার্চ ২০২১ ২০:০০ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ২০:০৩

ফলোঅনে পরে দলের অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার মধ্যে অমিত হাসানকে নিয়ে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন তরুণ জাকির হোসেন। কিন্তু তাতেও বিপদ কাটেনি সিলেট বিভাগের। খুলনা বিভাগের বিপক্ষে হারের মুখে সিলেট। অপর ম্যাচে ঢাকা বিভাগের বিপক্ষে হার এড়াতে লড়ছে রংপুুর। তবে দারুণ সেঞ্চুরির পর রংপুর হয়ে বল হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন অভিজ্ঞ নাসির হোসেন।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে স্বাগতিক খুলনার বিপক্ষে আগেই বিপদে পড়েছিল সিলেট। খুলনার ৩৭৫ রানের জবাব দিতে নেমে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ হবার আগে ১৩০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল সিলেট। সেখান থেকে দলটি গুটিয়ে গছে ১৩৪ রানে। ফলোঅনে পড়া সিলেটকে আবারও ব্যাটিংয়ে পাঠায় খুলনা। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারছিলেন না সিলেটের ব্যাটসম্যানরা।

বিজ্ঞাপন

২৮ রানে দুই ওপেনারকে হারিয়ে বসে সিলেট। অমিতকে নিয়ে জাকিরের প্রতিরোধ শুরু তারপর থেকেই। তৃতীয় উইকেটে ১১০ রান তোলেন দুজন। ১২৬ বলে ৯টি চার ১টি ছয়ে অমিত ৬৬ রান করে ফিরলেও জাকির অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন। দিন শেষে ১১৮ রানে অপরাজিত তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ইনিংসে চারের মার ১৮টি। এছাড়া ১৮ করেছেন জাকের আলি। দিন শেষে সিলেটের দ্বিতীয় ইনিংস ২৫০/৫। অর্থাৎ পাঁচ উইকেট হাতে রেখে মাত্র ৯ রানের লিড পেয়েছে সিলেট।

ওদিকে, বিকেএসপির তিন নম্বর মাঠে হার এড়াতে হলে কাল দারুণ কিছুই করতে হবে রংপুর বিভাগকে। আজ ৭ উইকেটে ১৯৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা রংপুর শেষ পর্যন্ত থেমেছে ২৩০ রানে। ৯৩ রানে অপরাজিত থাকা নাসির হোসেন সেঞ্চুরি করেছেন (১১৫)। পরে ঢাকার দ্বিতীয় ইনিংস মাত্র ১২৮ রানে থেমেছে তাতে বড় অবদান বোলার নাসিরের।

বিজ্ঞাপন

৯.৫ ওভারে মাত্র ২১ রান খরচায় চার উইকেট নিয়েছেন তারকা অলরাউন্ডার। তিন উইকেট পেয়েছেন সোহরাওয়ার্দী শুভ। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৪০ করেছেন আরাফাত সানি জুনিয়র।

তবুও দুই ইনিংস মিলিয়ে ২৬৪ রানের লিড পায় ঢাকা। জাবাব দিতে নেমে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে রংপুরের স্কোর ৩৫/২। অর্থাৎ জিততে আরও ২২৯ রান দরকার রংপুরের। আর ঢাকার প্রয়োজন আট উইকেট।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

এনসিএল ২০২১ জাকির হোসেন জাতীয় ক্রিকেট লিগ নাসির হোসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর