Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর নিতে বাধ্য করা হয়েছিল মাশরাফিকে!


২৪ মার্চ ২০২১ ১৫:০৯ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৬:৩২

২০১৭ সালের ৪ এপ্রিল হঠাৎ-ই ভক্ত-সমর্থকদের চমকে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ দল তখন শ্রীলঙ্কা সফরে। মাঠে টস করতে নেমে অচমকা টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। ওই সময়ে মাশরাফির অমন সিদ্ধান্তের কারণ বিভিন্নজন খুঁজেছেন বিভিন্নভাবে। কিন্তু মাশরাফি নিজে নিশ্চুপ ছিলেন। এতোদিন পর এসে সেই প্রসঙ্গ উঠলে সাবেক অধিনায়ক বলতে চাইলেন, ওই সময় টি-টোয়েন্টি থেকে অবসর নিতে কার্যত বাধ্যই করা হয়েছিল তাকে!

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি থেকে অবসর, ওয়ানডের নেতৃত্ব ছাড়া, দল থেকে বাদ পড়া ইত্যাদি ইস্যুতে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে খোলামেলা কথা বলেছেন মাশরাফি। পাঁচ পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে টি-টোয়েন্টি থেকে অমচকা অবসর নেওয়া প্রসঙ্গে কথা বলতে শোনা গেল মাশরাফিকে।

অনেকেই মনে করেন টি-টোয়েন্টি থেকে মাশরাফির অবসরটা পারফরম্যান্স জনিত কারণে ছিল না। রঙিন পোশাকের ক্রিকেটে সেই সময় বল হাতে দুর্দান্তই ছিলেন বাংলাদেশের হয়ে পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকটের মালিক। তাছাড়া অবসর নেওয়ার কয়েক মাস পর অর্থাৎ ২০১৭ সালের ডিসেম্বরে রংপুর রাইডার্সের হয়ে বিপিএল জিতেছিলেন মাশরাফি। রংপুরের হয়ে সেবার তার পারফরম্যান্স ও নেতৃত্ব দুটোই ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার প্রশ্নটা তাতে আরও বড় হয়েছিল।

এতোদিন পর প্রসঙ্গটি উঠলে মাশরাফির উত্তর, ‘ওখানে (২০১৭ সালে শ্রীলঙ্কায়) এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমাকে করতেই হতো (অবসর নিতেই হতো)।’ আপনাকে নিতে হয়েছে তাই তো? এমন প্রশ্নে মাশরাফির উত্তর, ‘হ্যাঁ, এতটুকুই শুধু বললাম যে আমাকে নিতে হয়েছে। বেশি কিছু আর না বলি।’

সেই সময়কার বর্ণনায় সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমি যখন শ্রীলঙ্কায় যাই, আমার ভ্রমণ শার্ট-প্যান্ট খুলিইনি তথনো। আমার সঙ্গে নিচে একটা মিটিং হলো। মিটিংয়ের পর আমি বুঝতে পারি সমস্যা একটা আছে…। আমি মনে করেছি সবার বিরুদ্ধে থাকার (খেলা চালিয়ে যাওয়া) প্রয়োজন নেই।’

মাশরাফির ওয়ানডে নেতৃত্ব ছাড়া ও অবসর নেওয়া প্রসঙ্গেও অনেক কথা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছিল, জমজমাট এক আয়োজন করে মাশরাফিকে মাঠ থেকে বিদায় জানাতে চায় বোর্ড। অবসর নিয়ে নেওয়ার বিষয়ে মাশরাফির সঙ্গে অনেকবার কথাও বলা হয়েছে। কিন্তু মাশরাফির পক্ষ থেকে সাড়া মিলেনি। এই আলোচনায় মাশরাফির আপত্তি।

বিজ্ঞাপন

মাশরাফির পাল্টা প্রশ্ন, ‘অনুষ্ঠানিকভাবে কে কথা বলেছে? আনুষ্ঠানিকতা কীভাবে হয় আপনারা জানেন না? আনুষ্ঠানিকতা বললে, আমার সঙ্গে নির্বাচক বা কোচের কথা বলার কথা। আমি পরিকল্পনায় নেই সেটা তারা বলত আমাকে। কিন্তু আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে এসে জানানোর কী আছে? এটা কি কোনো প্রফেশনাল রাস্তা?’

জানা গেছে, মাশরাফির সাক্ষাৎকার পাঁচটি পর্বে প্রকাশ করবে টিভি চ্যানেলটি। আগামী তিন পর্বেও চাঞ্জল্যকর কথা আসবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, প্রথম পর্বে ফিটনেস ইস্যুতে কথা বলতে শোনা গেছে মাশরাফিকে।

ওয়ানডের নেতৃত্ব ছাড়ার পর দলেও আর ডাকা হয়নি তাকে। বলা হচ্ছিল, ফিটনেস সমস্যার কারণে বিবেচনা করা হয়নি। কিন্তু এই দাবিকে ভুল বলেছেন মাশরাফি। দাবি করেছেন, গত বিশ বছরের ক্যারিয়ারে একবারও ফিটনেস পরীক্ষায় ফেল করেননি তিনি।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বিসিবি মাশরাফি বিন মুর্তজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর