Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরেই আইপিএল প্রস্তুতিতে নেমে পড়েছেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২১ ১১:০০ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৫:০২

যুক্তরাষ্ট্র থেকে শব্দ বোমায় দেশের ক্রিকেটাঙ্গণে বিস্ফোরণ ঘটিয়ে সোমবার (২২ মার্চ) রাত দুইটায় দেশে ফিরেছেন সাকিব আল হাসান। একদিন বিশ্রামের পর নেমে পড়েছেন আইপিএল প্রস্তুতিতে।

 

বুধবার (২৪ মার্চ) সকালে হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে এসে ব্যাটে-বলে নিজেকে ঝালিয়ে নেন নন্দিত এই বিশ্বসেরা অলরাউন্ডার। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। যেখানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। টুর্নামেন্টে তার দলের প্রথম খেলা ১১ এপ্রিল। এই লক্ষ্যেই মূলত তার এই অনুশীলন।

গেল ২০ মার্চ সন্ধ্যায় দেশের একটি অনলাইন পোর্টালের লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন সাকিব। এর ঠিক পরের দিনই সাকিবকে নিয়ে জরুরি সভায় বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও পরিচালনা পর্ষদের ৩ পরিচালক: মাহবুব আনাম, আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয়। সভা শেষে তারা জানান, সাকিবের আইপিএল খেলার বিষয়টি পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। পরদিন ই দেশে ফেরেন সাকিব আল হাসান।

 

জানা গিয়েছিল, গতকাল বিসিবি বসের সঙ্গে আলোচনায় বসবেন সাকিব। কিন্তু সেটি হয়নি। কবে বসেন এখন সেটিই দেখার অপেক্ষা।

সারাবাংলা/এমআরএফ

টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর