ম্যাচ হেরে ক্যাচ ফেলার মাশুল দিল বাংলাদেশ
২৩ মার্চ ২০২১ ১৩:৩১ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ০০:১৯
বলা হচ্ছিল, ক্রাইস্টচার্চের উইকেটে ২৬০ এর বেশি রান চ্যালেঞ্জিং স্কোর। তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনদের ব্যাটে বাংলাদেশ আজ তুলেছিল ২৭১। একটা রেকর্ডও অভয় দিচ্ছিল তামিম ইকবালের দলকে। এই মাঠে ২৬০ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। তাছাড়া বাংলাদেশ বোলিংয়ের শুরুতেও চেপে ধরেছিল নিউজিল্যান্ডকে, ৫৩ রানে তিন উইকেট তুলে নিয়েছিলেন মেহেদি হাসানরা। তবুও জেতা হলো না বাংলাদেশের।
ক্যাচ মিসের মহড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে তিন ম্যাচের সিরিজটাও হেরে গেলো সফরকারীরা। শেষ ওয়ানডেতে জিততে না পারলে হোয়াইটওয়াশ হয়ে ফিরতে হবে বাংলাদেশকে। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল তামিম ইকবালের দল। নিউজিল্যান্ডের মাটিতে দলটিকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। আজ বাংলাদেশ প্রথমে ২৭১ রান তুলে ফেলার পর ৫৩ রানে তিন উইকেট তুলে নিলে মনে হচ্ছিল, ওই আক্ষেপ বুঝি ঘুচতে যাচ্ছে এবার। কিন্তু বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া আর টম লাথামের দারুণ এক সেঞ্চুরির কারণে সেটা আর সম্ভব হলো না।
বাংলাদেশের ২৭১ রানের জবাব দিতে নেমে দুই টাইগার পেসার মোস্তাফিজ এবং তাসকিন আহমেদের ওপর শুরু থেকেই চড়াও হন মার্টিন গাপটিল। তিন চার আর এক ছক্কায় ২৪ বলে ২০ রান করে মোস্তাফিজুর রহমানের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন গাপটিল। মোস্তাফিজের কাটারের কোনো জবাবই যেন ছিল না এই কিউই ব্যাটসম্যানের কাছে।
৮ম ওভারে প্রথমে বল হাতে আসেন মেহেদি হাসান। ওই ওভারেই হেনরি নিকোলসকে বোল্ড করেন। আর পরের ওভারে এসে বোল্ড করেন উইল ইয়ংকে। আর তাতেই এক ওভারের ব্যবধানে দুটি উইকেট হারায় কিউইরা।
৯ম ওভারে বল হাতে আসেন গত ম্যাচে অভিষেক হওয়া তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান। দ্বিতীয় বলে মেহেদিকে উড়িয়ে মারতে গিয়ে পরাস্ত হন হেনরি নিকোলস আর বল গিয়ে লাগে স্ট্যাম্পে। দলীয় ৪৩ রানের মাথায় ১৮ বলে ১৩ রান করে ফেরেন নিকোলস।
চতুর্থ উইকেটে কিউই অধিনায়ক টম লাথামকে নিয়ে বড় জুটি গড়েন ডেভন কনওয়ে। এই দুই ব্যাটসম্যান মিলে কিইদের জয়ের পথে আনেন। এই জুটি থেকে আসে ১১৩ রান। তবে ৩৪তম ওভারের তৃতীয় বলে ডেভন কনওয়ে ৭২ রানে রান আউট হন। টাইগার অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত থ্রোতে প্যাভিলিয়নে ফিরতে হয় কনওয়েকে। তারপর জেমি নিশাম ছোট তবে কার্যকারী একটা ইনিংস খেলে নিউজিল্যান্ডকে জয়ের কাছে নিয়ে যান। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম ১০৮ বল খেলে ১০টি চারে ১১০ রান করেন। নিশাম করেন ৩০ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও শেষ পর্যন্ত তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুনের দুর্দান্ত অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭১ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। তামিম ৭৮ রান করে ফিরলেও মোহাম্মদ মিঠুন ৭৩ রানে অপরাজিত থাকেন।
তামিম ইকবাল ৮৪ বলে অর্ধশতক তুলে নেন। কিউইদের বিপক্ষে এটি তামিমের ষষ্ঠ একদিনের আন্তর্জাতিক অর্ধশতক। ৫০ পূর্ণের পর হাত খুলে খেলতে শুরু করেন তামিম। দুর্দান্ত শট খেলে রানের চাকা সচলও রেখেছিলেন। এগোচ্ছিলেন সেঞ্চুরির পথেই। তবে বিধিবাম হয়ে দাঁড়াল রান আউট। ৩১তম ওভারে জেমস নিশামের দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরার আগে ১০৮ বলে ১১টি চারে ৭৮ রান করেন তামিম। আর দলীয় স্কোরবোর্ডে রান সংখ্যা তখন ১৩৩ রান।
এরপর মোহাম্মদ মিঠুনের দুর্দান্ত এক ইনিংস। অর্ধশতক তুলতে মিঠুন খেলেন ৪৩টি বল। এর আগে ২৮টি ওয়ানডে খেলে মিঠুনের অর্ধশতক ছিল ৫টি। যেখানে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৬৩ এর। কিউইদের বিপক্ষে এদিন মিঠুন খেলেন অপরাজিত ৭৩ রানের ঝকঝকে এক ইনিংস। আর তাতেই টাইগারদের লড়াকু সংগ্রহ।
কিউইদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন মিচেল স্যান্টনার। আর একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি আর কাইল জেমিসন। তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭১ রানের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৭১/৬; ৫০ ওভার; (তামিম ৭৮, লিটন ০, সৌম্য ৩২, মুশফিক ৩৪, মিঠুন ৭৩*, মাহমুদউল্লাহ ১৬, মেহেদি ৭, সাইফউদ্দিন ৭); (স্যান্টনার ১০-০-৫১-২, বোল্ট ১০-০-৪৯-১, হেনরি ১০-৩-৪৮-১, জেমিসন ১০-২-৩৬-১)
পড়ুন: তামিমের পঞ্চাশের ৫০
ক্রাইস্টচার্চের টাইগার একাদশে এক পরিবর্তন
তামিম-মিঠুনের অর্ধশতকে লড়াকু সংগ্রহ টাইগারদের
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।
সারাবাংলা/এসএস
ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে টপ নিউজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ নিউজিল্যান্ডের ব্যাটিং