Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যান্টিগায় হোল্ডার-রোচ পেসে পুড়ল শ্রীলঙ্কা


২২ মার্চ ২০২১ ১৯:০৪ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ০০:২০

শুরুটা করেছিলেন স্পিনার রাকিম কর্নওয়াল। পরে নিখুঁত লাইন-লেংথ আর ছোট ছোট সুইংয়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিন্ডের পেসাররা। যাতে অ্যান্টিগা টেস্টে দেড়শ পেরুতেই শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস। পরে বিনা উইকেটে ১৩ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শ্রীলঙ্কার এমন দুর্দশার বড় কারণ জেসন হোল্ডার ও কেমার রোচ। বিশেষ করে হোল্ডারের নিখুঁত পেসের জবাব দিতে পারেননি সফরকারীরা। বাংলাদেশে টেস্ট খেলতে আসনেনি হোল্ডার। সেই কারণেই কিনা নেতৃত্ব হারিয়েছেন। কিন্তু মাঠে নেমেই বুঝিয়ে দিলেন, নেতৃত্ব কেড়ে নিলেও তাকে খেলোয়াড় হিসেবে উপেক্ষা করা সহজ নয়।

বিজ্ঞাপন

টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ কারুনারত্নে ও লাহিরু থিরিমান্নে শুরুতে ক্যারিবিয়ান পেসারদের সহজেই খেলছিলেন। নতুন বলের আদ্রতা খুব একটা কাগে লাগেনি। ফলে সপ্তম ওভারেই স্পিন আক্রমণ নিয়ে আসেন ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তাতেই প্রথম ব্রেখ থ্রু।

রাকিম কর্নওয়ালের বাড়তি বাউন্স করা বল বুঝতে না পেরে শর্ট লেগে ক্যাচ দেন কারুনারত্নে (১২)। কিছুক্ষণ পর ব্র্যাথওয়েটের ক্ষিপ্র ফিল্ডিংয়ে রান আউট তিনে নামা ওশাদা ফের্নান্দো। এরপর হোল্ডার-রোচের পেসের বিপক্ষে এক থিরিমান্নেই যা একটু লড়াই করতে পেরেছেন। একপ্রান্ত আগলে রেখে ৭০ রান করেছেন লঙ্কান ওপেনার, লঙ্কানদের মধ্যে যা সর্বোচ্চ। ১৮০ বল খেলে ৪টি চারের সাহায্যে এই রান করেন থিরিমান্নে।

সাতে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান দিকওয়ালা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে হোল্ডার ১৭.৪ ওভার বোলিং করে মাত্র ২৭ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। ১৬ ওভারে ৪৩ রানে তিন উইকেট নিয়েছেন কেমার রোচ।

বিজ্ঞাপন

তারপর শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে বিপদ হতে দেননি ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পাবল। দিন শেষে ব্র্যাথওয়েট ৩ রানে অপরাজিত, ক্যাম্পাবল ৭ রানে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ কেমার রোচ জেসন হোল্ডার

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর