Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের সুরে মেহেদি জানালেন ‘প্রয়োজন রানের’

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২১ ১৬:৪৮ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ০০:৩১

ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দল স্রেফ উড়ে গেছে। প্রথমে ব্যাট করতে লড়াইয়ের পুঁজি ১৩১! যা কোনোভাবেই ডানেডিনের ছোট্ট বাউন্ডারিতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতোও নয়। আর সেখানেই ম্যাচটা হেরে বসেছিল টিম টাইগার। ম্যাচ শেষে অধিনায়ক তামিম জানিয়েছিলেন দলটি মোটেও ১৩০ রান করার মতো নয়। এর একদিন পর দ্বিতীয় ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছে দলের অলরাউন্ডার শেখ মেহেদি হাসানও তামিমের সুরেই সুর মিলিয়েছেন। আর জানিয়েছেন ম্যাচ জিততে হলে রানের প্রয়োজন।

বিজ্ঞাপন

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ডানেডিনের ছোট্ট মাঠটিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিল আসা যাওয়ার মিছিলে। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২৭ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে, এরপর দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। আর অধিনায়ক তামিম ইকবাল আশা দেখিয়ে শুরু করলেও মাত্র ১৩ রানেই থামে তার ইনিংস। ম্যাচ শেষে তাই তো আক্ষেপ নিয়ে তামিম জানিয়েছিলেন, ১৩০ রানে গুটিয়ে যাওয়ার মতো দল তারা নন।

বিজ্ঞাপন

প্রথম ওয়ানডে শেষ হয়েছে, এবার দ্বিতীয় ওয়ানডে নিয়ে ভাবার সময়। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। এই মাঠের সীমানা যদিও ডানেডিনের মতো অতটা ছোট নয়। তবে সীমিত ওভারের ক্রিকেটে উইকেট এখানেও থাকে বেশ ব্যাটিং সহায়ক। আর তাই তো এই ম্যাচে লড়াই করতে প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়া ছাড়া উপায় থাকে না কোনো।

ক্রাইস্টচার্চে ম্যাচে ফিরতে বেশ বদ্ধপরিকর বাংলাদেশ দল। আর ম্যাচে ফিরতে সবার আগে প্রয়োজন রানে ফেরা। দল ক্রাইস্টচার্চে পৌঁছার পর প্রথম ম্যাচে অভিষিক্ত অলরাউন্ডার মেহেদি হাসান জানালেন ওই একই কথা।

‘এখানে খেলতে গেলে অবশ্যই রান প্রয়োজন। যদি ২৮০ বা ২৬০-২৭০ করা যায়, তাহলে ওদের বিপক্ষে তা ডিফেন্ড করার মতো। ব্যাটসম্যান আমরা যারা আছি, সবারই দায়িত্ব আছে একটি ভালো স্কোর দাঁড় করানোর জন্য। আমাদের টিমটা আসলে এরকম না। ওটা একটা খারাপ দিন ছিল যে কেউ ভালো করতে পারেনি। তাই আমরা ভুলে যাইতেছি সামনে নেক্সট ম্যাচ আছে ওইটা দিকে ফোকাস করতেছি ইনশাআল্লাহ খুব ভালো হবে আমাদের টিম কম্বিনেশন খুব ভালো আছে। হ্যা টিম কন্বিনেশন অনুযায়ী পারফর্ম করলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে।’

এই মাঠের সবশেষ ওয়ানডেতেও মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সেই ম্যাচটিতেও ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি মঙ্গলবার শুরু হবে ক্রাইস্টচার্চ সময় দুপুর ২টায়, বাংলাদেশ সময় সকাল ৭টায়। হ্যাগলি ওভালে এটিই প্রথম হবে দিন-রাতের ওয়ানডে।

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ দ্বিতীয় ওয়ানডে নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ শেখ মেহেদি শেখ মেহেদি হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর