তামিমকে কীভাবে ফেরাতে হবে জানতেন বোল্ট
২০ মার্চ ২০২১ ১৪:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২১ ০০:৩৩
বাংলাদেশের হয়ে ব্যাটিং উদ্বোধন করেন তামিম ইকবাল, আর নিউজিল্যান্ডের বোলিং উদ্বোধন করেন ট্রেন্ট বোল্ট। ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে দুজনের দ্বৈরথ নিয়ে কথা হচ্ছিল। প্রথম ওয়ানডেতে এই দ্বৈরথে একতরফা জয়ী ট্রেন্ট বোল্ট। ম্যাচ শেষে কিউই পেসার জানালেন, তামিমকে কীভাবে ফেরাতে হবে সেই পরিকল্পনা করাই ছিল তার।
ডানেডিনে আজ প্রথম ওয়ানডেতে বোল্টের ৭ বল খেলে ৭ রান করে তার বলেই আউট হয়েছেন তামিম। বাংলাদেশ অধিনায়ককে সুইংয়ে কাবু করেছেন বোল্ট। ইনিংসের শুরুর দিকে তামিমের বিপক্ষে আউটসুইং করে বল চতুর্থ, পঞ্চম স্ট্যাম্প দিয়ে বের করে নিচ্ছিলেন বোল্ট। টানা এভাবে কয়েকটা বল করাতে তামিমও যেন অভ্যস্ত হয়ে উঠলেন! সপ্তম বলটা ভেতরে ঢোকালেন বোল্ট, তাতেই তামিম এলবিডব্লিউ।
ম্যাচ শেষে বলছিলেন, ‘তামিমের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে। তাকে বেশ কয়েকবার আউটও করেছি। সে ভালো খেলোয়াড়। ওকে দ্রুত ফেরাতে পারলে আমাদের জন্য ভালো।’ কোন পরিকল্পনায় ফেরালেন বাংলাদেশের ইতিহাস সেরা রান সংগ্রাহককে? বোল্ট বলেন, ‘আজকের দিনটাই সহজাত মুভমেন্টের জন্য বেশ ভালো ছিল। নিজের সহজাত সুইয়ের ওপর নির্ভর করেছি। চেয়েছিলাম তাকে সামনের পায়ে এনে বল ভেতরে ঢোকাতে। সেটা হয়েছে।’
ডানেডিনে প্রথমে ব্যাটিং করে ১৩১ রানে গুটিয়ে গিয়ে পরে ৮ উইকেটে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ট্রেন্ট বোল্টই সবচেয়ে বেশি ভুগিয়েছে তামিমের দলকে। শুরুতেই তামিমকে ফিরিয়ে ধাক্কা দিয়েছেন। পরে সৌম্য সরকার, তাসকিন আহমেদ, হাসান মাহমুদকে ফিরিয়ে বাংলাদেশের অল্পতে গুটিয়ে যাওয়া নিশ্চিত করেছেন। ৮.৫ ওভার বোলিং করে ২৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট।
প্রায় এক মাস আগে নিউজিল্যান্ডে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেয়েছে বাংলাদেশ দল। কিন্তু সেই কন্ডিশনের কাছেই অসহায়ত্ব ফুটে উঠল তামিম, সৌম্য, লিটনদের। বোল্ট বলছিলেন, ‘এমন কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা আমাদের জানা আছে।’
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।