চ্যাম্পিয়ন্স লিগ: কোয়ার্টারেই এবার ফাইনাল
১৯ মার্চ ২০২১ ১৮:৪৪ | আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৮:৪৭
২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা মনে আছে? পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ২০১৭ সালে কতো-কী করে বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার। ২০২০ সালের ফাইনালে সেই সুযোগটা পেয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ফাইনালে খেলেছিলেনও দুর্দান্ত। কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্বপ্নভঙ্গ হয়েছিল ১-০ গোলে হেরে। চ্যাম্পিয়ন্স লিগের গতবারের সেই ফাইনাল ফিরে আসছে এবার কোয়ার্টারেই।
শুক্রবার (১৯ মার্চ) সুইজারল্যান্ডের নিওনে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়েছে। তাতে বায়ার্ন মিউনিখকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেইমার, কিলিয়ান এমবাপের পিএসজি। বায়ার্ন, পিএসজিকে বর্তমানে ক্লাব ফুটবলের সেরা তিন শক্তির মধ্যে দুটি বললে আপত্তি তুলবেন না হয়তো কেউই। সেদিক থেকেও কোয়ার্টার ফাইনালে পিএসজি, বায়ার্নের লড়াইটা হতে যাচ্ছে ফাইনালের মতোই!
টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদ পেয়েছে লিভারপুলকে। ২০১৮ সালের ফাইনালে মোহাম্মদ সালাহ, সাদিও মানে, রোবার্তো ফিরমিনোর লিভারপুলকে হতাশ করে শিরোপা জিতেছিল রিয়াল। ফাইনাল ম্যাচের ১৮ মিনিটে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের বিতর্কিত ফাউলে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন লিভাপুলের সেরা খেলোয়াড় সালাহ। নিশ্চয় প্রতিশোধ নিতে চাইবে লিভারপুল!
পেপ গার্দিওলার দুর্দান্ত ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ইউরোপিয়ান ফুটবলের উঠতি তারকা আর্লিং হরল্যান্ডের বরুসিয়া ডর্টমুন্ড। আর সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠা চেলসি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পোর্তোকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসের স্বপ্ন ভেঙে কোয়ার্টারে উঠেছে যে দলটি।
ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার এই লড়াইয়ের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মাঠে গড়াবে আগামী এপ্রিলের ৬ ও ৭ তারিখ। দ্বিতীয় লেগ ১৩ ও ১৪ এপ্রিল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নেইমার পিএসজি বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদ