ইতিহাস গড়ে কোয়ার্টারে বায়ার্ন
১৮ মার্চ ২০২১ ০৮:৪৪ | আপডেট: ১৮ মার্চ ২০২১ ১১:৪৫
অনুমেয়ই ছিল লাৎজিওর বিপক্ষে সহজেই উতরে যাবে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে। শেষ পর্যন্ত হলোও তাই। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে লাৎজিকে ৬-২ গোলের ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ৪-১ ব্যবধানে লাৎজিওর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল বায়ার্ন, আর ঘরের মাঠে লাৎজিওকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে হানসি ফ্লিকের দল। এই নিয়ে ১৯তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল জার্মান দলটি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ।
বুধবার রাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় রবার্ট লেভান্ডোফস্কি আর এরিক ম্যাএক্সিম চুপো মোটিং বায়ার্নের হয়ে গোল দুটি করেন আর লাৎজিওর হয়ে একমাত্র গোলটি আসে মার্কো পারোলোর কাছ থেকে।
ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা বায়ার্ন দ্বাদশ মিনিটে প্রথম ভালো সুযোগ পায়। ডি বক্সে একজনকে কাটিয়ে লেরয় সানের নেওয়া নিচু শট পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। এর মিনিট দুই পরে সুযোগ পায় লাৎজিওর সার্জ মিলিনকোভিচ স্যাভিচের সামনে। লুইস আলবার্তোর ক্রসে ডি বক্সে ঠিকমতো হেড করতে পারেননি তিনি। সঙ্গে লেগে থাকা বায়ার্ন ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের পা ছুঁয়ে বল যায় গোলরক্ষকের হাতে।
ম্যচের ৩৩ মিনিটের দিকে ডি বক্সের ভেতর লেওন গোরেতজেকাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর স্পট কিক থেকে গোল করে বায়ার্নকে লিড এনে দেন রবারট লেভান্ডোফস্কি।প্রথম লেগে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক রেকর্ড গোলদাতা রাউল গনজালেজকে পেছনে ফেলা লেভান্ডোফস্কির গোল হলো ৭৩টি। প্রতিযোগিতাটিতে তার চেয়ে বেশি গোল আছে কেবল ক্রিস্টিয়ানো রোনালদো (১৩৪) ও লিওনেল মেসির (১২০)। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এই পোলিশ স্ট্রাইকারের গোল সংখ্যা দাঁড়াল ৩৯টি।
প্রথমার্ধের বাকি সময়টা আর তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বায়ার্ন। আর এতেই প্রথমার্ধ শেষ করতে হয় ওই ১-০ ব্যবধানে এগিয়ে থাকার মাধ্যমে।
দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে ভাগ্যের ফেরে নিজের দ্বিতীয় গোল পাননি লেভা। ডি বক্সের বাইরে থেকে তার জোরালো শট ফেরে পোস্টে লেগে। ৭২তম মিনিটে কাছ থেকে হোয়াকিন কোররেয়ার প্রচেষ্টা ফিরিয়ে বায়ার্নের ত্রাতা গোলরক্ষক আলেক্সান্ডার নুবেল। এর মিনিট খানেক পরেই ব্যবধান ২-০ করেন লেভান্ডোফস্কির বদলি হিসেবে নামা চুপো মোটিং। ডাভিড আলাবার পাস ডি বক্সে পেয়ে প্রথম স্পর্শে এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন তিনি।
ম্যাচের শেষ দিকে এসে লাৎজিওর হয়ে শান্তনা সূচক গোলটি করেন পারোলো। শেষ পর্যন্ত ওই ২-১ গোলের ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। আর দুই লেগ মিলিয়ে ৬-২ গোলের ব্যবধানে জিতে শেষ আটে পা রাখে বর্তমান চ্যাম্পিয়নরা।
দিনের অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি। শেষ আটের বাকি দলগুলো হলো-পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পোর্তো ও বরুশিয়া ডর্টমুন্ড। আগামী শুক্রবার হবে কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালের ড্র।
সারাবাংলা/এসএস
২০২০/২১ মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল টপ নিউজ বায়ার্ন মিউনিখ বনাম লাৎজিও শেষ ষোল