Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টিতে পাত্তা পেলো না জিম্বাবুয়ে


১৭ মার্চ ২০২১ ২১:৪১

টি-টোয়েন্টিতে আফগানিস্তান বরাবরই ভালো দল। রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিব-উর রহমানের মতো বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার আছেন দলটিতে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ দুর্দান্তই খেলেছেন আফগানরা। ব্যাটে-বলে দারুণ পারফর্ম দেখিয়ে প্রথম টি-টোয়েন্টিতে আজ ৪৮ রানে জিতেছে আসগর আফগানের দল।

টি-টোয়েন্টি সিরিজের আগে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। তবে আফগানরা ঘুরে দাঁড়িয়েছিল দ্বিতীয় টেস্টেই। ঘুরে দাঁড়ানো দলটি প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ানদের আজ দাঁড়াতেই দেয়নি।

বিজ্ঞাপন

আবুধাবিতে টস হেরে প্রথমে ব্যাটিং করা আফগানিস্তান ১৯৮ রানের বিশাল সংগ্রহ গড়ে। করিম জানাতকে নিয়ে শুরুটা দুর্দান্ত করেছিলেন রহমতউল্লাহ গুলবাজ। ৮ ওভারে ৮০ রান তোলেন দুই ওপেনার, যেখানে জানাতের অবদান ২২ বলে ২৬। জানাত ফেরার পর তিনে নেমে রহমতউল্লাহকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক আসগর আফগান। দ্বিতীয় উইকেটে দুজনের জুটি ছিল ৭৪ রানের।

১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারানো আফগানদের শেষটা ভালো হয়নি। তবে রহমতউল্লাহ, আসগররা কাজের কাজটা আগেই করে রেখেছিলেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলেন স্বাগতিকরা। ওপেনিংয়ে নামা রহমতউল্লাহ ৪৫ বল খেলে ৬টি চার ৭টি ছয়ে ৮৭ রান করেন। আসগর আফগান ৩৮ বলে ৬টি চার ২টি ছয়ে ৫৫ রান করেছেন।

পরে জবাব দিতে নেমে শুরু থেকেই রানের সঙ্গে পাল্লা দিয়ে এগুতে পারেনি জিম্বাবুয়ে। মাঝখানে সিকান্দার রাজা চেষ্টা করছিলেন বটে কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানে থেমেছে জিম্বাবুয়ের ইনিংস। ৩৭ বলে সর্বোচ্চ ৪৪ করেছেন তিনাশে কামুনহুকম্বে। সিকান্দার ১৪ বলে করেছেন ২২ রান।

বিজ্ঞাপন

আফগানিস্তানের হয়ে রশিদ খান ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন করিম জানাত ও ফরীদ আহমেদ।

আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ মোহাম্মদ নবি রশিদ খান সিকান্দার রাজা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর