Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মদিনে সাকিব-তামিমের শ্রদ্ধা


১৭ মার্চ ২০২১ ১৮:৩০ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৯:০০

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন দেশ-বিদেশের সর্বস্থরের মানুষ। ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নয়। জন্মদিনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দলের সঙ্গে এই মুহূর্তে নিউজিল্যান্ড সফরে আছেন তামিম ইকবাল। জাতির পিতার জন্মদিনে সেখান থেকে স্মরণবার্তা দিয়েছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় তামিম ইকবালকে বলতে শোনা যায়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন, বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে বিশ্বে পরিচিত হবে। আজকের এই বিশেষ দিনে বাংলাদেশের সকল খেলোয়াড়দের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা ও শুভকামনা।’

বিজ্ঞাপন

সদ্য তৃতীয় সন্তানের পিতা হওয়া সাকিব আল হাসান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। নতুন অতিথির আগমনের কারণে অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন, ‘আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।’

বিজ্ঞাপন

১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। পিতার নাম শেখ লুৎফর রহমান, মাতা সায়েরা খাতুন। চার বোন এবং দুই ভাইয়ের সংসারে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তামিম ইকবাল সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর