টাইগারদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেই রস টেইলর
১৭ মার্চ ২০২১ ০৮:৪১ | আপডেট: ২২ মার্চ ২০২১ ১৩:৪৬
কনুইয়ের চোটে আগেই নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। এবার সেই দলে নাম লেখালেন অভিজ্ঞ রস টেইলর। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দেখা যাবে না এই কিউইকে। তাতেই কপাল খুলেছে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ব্যাটসম্যানের।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথমটি ডুনেডিনে মাঠে গড়াবে ২০ তারিখ ভোরে। আর এই ম্যাচের আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন রস টেইলর। তবে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে সিরিজের শেষ দুই ম্যাচেই মাঠে ফিরবেন ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক।
রস টেইলরের বদলি হিসেবে কিউইদের স্কোয়াডে ডাক পেয়েছেন মার্ক চ্যাপম্যান। আর রস টেইলরের অনুপস্থিতিতে অভিষেকের দরজা খুলে গেল সদ্যই স্কোয়াডে ডাক পাওয়া ডেভন কনওয়ে ও উইল ইয়ংয়ের। উইলিয়ামসনের ইনজুরিতে দলের বাইরে থাকার কারণে কনওয়ের অভিষেক অনেকটাই নিশ্চিত হয়েছে আগেই। এবার সৌভাগ্যের দরজা খুলল ইয়ংয়েরও।
২০১৪ সালের পর প্রথমবারের মতো কেন উইলিয়ামসন এবং রস টেইলরের কেউই নিউজিল্যান্ডের একাদশে থাকবেন না।
টেইলরের ইনজুরি নিয়ে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে রসকে আমরা পাচ্ছি না। যদিও এটা প্রাথমিক পর্যায়ের চোট কিন্তু তারপরেও আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না। তবে আশা করছি ক্রাইস্টচার্চের দ্বিতীয় ম্যাচের আগেই তাকে দলের সঙ্গে পাওয়া যাবে। তবে এটা মার্কের জন্যও দুর্দান্ত একটি সময়, কারণ টি-টোয়েন্টিতে সে দুর্দান্ত পারফর্ম করেছে আর এ কারণেই দলে সে ডাক পেয়েছে।’
সারাবাংলা/এসএস
ওয়ানডে সিরিজ নিউজিল্যান্ড সিরিজ প্রথম ওয়ানডে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড রস টেইলর