পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
১৬ মার্চ ২০২১ ১২:৫৮ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৬:৩৩
জানান দিয়েছিলেন আগে সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসছে তৃতীয় সন্তান। এ কারণেই নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটিও চেয়েছিলেন সাকিব। সোমবার (১৫ মার্চ) রাতে পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ২১ ফেব্রুয়ারি রাতে যুক্তরাষ্ট্র পাড়ি জমান সাকিব।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি হাসপাতালে জন্ম হয় সাকিবের ছেলের। চলতি বছরের ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পাতায় ছবিসহ একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো বাবা হতে যাওয়ার বিষয়টি।
২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান। বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।
নিজের তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে মার্চের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন সাকিব। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্যে ছুটি নেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে। বিসিবি তার ছুটি মঞ্জুর করায় টানা দুটি সিরিজে দলের সেরা ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ।
নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরির ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান, তার স্ত্রী এবং তার সদ্য জন্ম নেওয়া সন্তানের ছবি প্রকাশ করেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই ছবিটি তিনি পেয়েছেন আমেরিকা প্রবাসী আলমগীর খানের কাছ থেকে পেয়েছেন। এবং এই ছবিটি সদ্যই তোলা।
সারাবাংলা/এসএস
টপ নিউজ তৃতীয় সন্তান পুত্র সন্তানের বাবা সাকিব আল হাসান সাকিব-শিশির