Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাটলেটির শিরোপা স্বপ্নে বার্সার হানা

স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২১ ১২:৩৭

আগের ম্যাচেই পয়েন্ট হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল অ্যাটলেটিকো মাদ্রিদ, আর তাই তো নিজেদের ম্যাচে জিতলে দুই দলের পয়েন্ট ব্যবধান কমে আসবে। শিরোপা পুনরুদ্ধারের লড়াইটাও জমে উঠবে আরও বেশি। পয়েন্ট টেবিলের সবচেয়ে তলানির দল হুয়েস্কার বিপক্ষে জয়টা অনুমেয়ই ছিল বার্সার। শেষ পর্যন্ত দুর্দান্ত মেসিতে ভর করে ৪-১ গোলের জয়ে লিগ টেবিলের দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা।

লা লিগার ২৭তম রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা আর দুই পয়েন্ট কম নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

এদিন মাঠে নেমেই নতুন এক রেকর্ড ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসি।বার্সা লিজেন্ড জাভি হার্নান্দেজের সর্বোচ্চ ৭৬৭ ম্যাচের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। আর এক ম্যাচ খেললে উঠে যাবেন সবার শীর্ষে। রেকর্ড গড়ার ম্যাচে গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ১৩তম মিনিটে বাম পায়ের অসাধারণ শটে তিনি বা পাশের কর্নারের কোন ঘেঁষে হুয়েস্কার জালে বল জড়িয়ে দেন।

ম্যাচের ৩৫তম মিনেটে ব্যবধান বাড়ান আন্তোনিও গ্রিজম্যান। প্রায় মেসির মত করেই গোলটি করলেন তিনি। প্রায় ৩০ গজ দুরে বলের নিয়ন্ত্রন নেন এবং কয়েকজনকে কাটিয়ে বাম পায়ের জোরালো শট নেন গ্রিজি। সেটিই মেসির গোলের মত বাম কোন দিয়ে জালে প্রবেশ করে। আর তাতেই ২-০ ব্যবধানে এগিয়ে বার্সা। তবে প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগে হুয়েস্কার হয়ে একটি গোল শোধ করে দেয় রাফায়েল মির ভিসেন্তে। পেনাল্টি থেকে তিনি গোলটি করেন ৪৫+৪ মিনিটে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩তম মিনিটের ঘটনা। মেসির অসাধারণ ক্রস থেকে গোল করেন অস্কার মিঙ্গুয়েজ। হুয়েস্কার জোরালো আক্রমণে জবাব দিতে চেয়েছিল তবে শেষ পর্যন্ত বার্সা রক্ষণকে ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের শেষ দিকে ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-১ ব্যবধানের বড় জয় এনে দেন লিওনেল মেসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

২০২০/২১ মৌসুম অ্যান্তোনিও গ্রিজম্যান বার্সেলোনা বার্সেলোনা বনাম হুয়েস্কা লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর